Chhattisgarh Assembly Elections 2023: ছত্তিশগড়ের নকশাল অধ্যুষিত এলাকায় খুন বিজেপি নেতা

বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ছত্তিশগড়ের রাজনীতি। এর মাঝেই শনিবার নকশাল অধ্যুষিত এলাকায় খুন হলেন একজন বিজেপি নেতা।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নারায়ণপুর: বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ছত্তিশগড়ের (Chhattisgarh Assembly Elections 2023) রাজনীতি। এর মাঝেই শনিবার নকশাল অধ্যুষিত এলাকায় খুন (murder) হলেন একজন বিজেপি (BJP) নেতা। এপ্রসঙ্গে বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি (Bastar Range IG Sundarraj P) জানান, শনিবার রতন দুবে নামে ওই বিজেপি নেতাকে খুন করা হয়েছে নকশাল অধ্যুষিত নারায়ণপুর (Narayanpur) জেলায়। আরও পড়ুন: PM Modi Attacks Congress: 'কংগ্রেস শুধু মিথ্যা প্রতিশ্রুতিই দেয়', ভিডিয়োতে শুনুন আরও কী বললেন প্রধানমন্ত্রী মোদি

এই খুনের ঘটনার পিছনে নকশাল যোগ (Naxal involvement) রয়েছে কিনা সেই প্রশ্ন করা হলে পুলিশের আইজি জানান, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে একটি দল। সমস্ত প্রমাণ পাওয়ার পরেই এই বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে। আরও পড়ুন: Kerala Food Vlogger Found Death: গতকালও ইউটিউবে ভিডিয়ো আপলোড, আজ জনপ্রিয় ফুড ব্লগারের ঝুলন্ত দেহ উদ্ধার