Lok Sabha Election 2019: বিষ্ণুপুর আসনের প্রার্থীরা, ইতিহাস, কে এগিয়ে
বাঁকুড়া (Bankura) জেলার ৬টি ও বর্ধমানের একটি বিধানসভা নিয়ে এই লোকসভা আসনটি গঠিত হয়েছে। এই লোকসভা (LOK SABHA) আসনের বিধানসভা কেন্দ্রগুলি হল--বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর (সংরক্ষিত), ইন্দাস (সংরক্ষিত), সোনামুখী (সংরক্ষিত) ও খণ্ডঘোষ (সংরক্ষিত)।
কলকাতা, ২৩ এপ্রিল: বাঁকুড়া (Bankura) জেলার ৬টি ও বর্ধমানের একটি বিধানসভা নিয়ে এই লোকসভা আসনটি গঠিত হয়েছে। এই লোকসভা (LOK SABHA) আসনের বিধানসভা কেন্দ্রগুলি হল--বড়জোড়া (Barjora), ওন্দা (Onda), বিষ্ণুপুর (Bishnupur), কোতলপুর (সংরক্ষিত) (Katulpur), ইন্দাস (সংরক্ষিত (Indus)), সোনামুখী (সংরক্ষিত) (Sonamukhi) ও খণ্ডঘোষ (সংরক্ষিত) (Khandoghosh)। ১৯৭১ সাল থেকে টানা ৯ বার এখানে সিপিএম প্রার্থীরাই জিতেছিলেন। তবে রাজ্যজুড়ে বাম দুর্গ গত লোকসভা নির্বাচনে ধসেছিল, সেটা বিষ্ণুপুরেও হয়। তৃণমূলের টিকিটে অনায়াসে জিতেছিলেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। সেই সৌমিত্র এবার দল ছেড়ে বিজেপি প্রার্থী। তৃণমূলের প্রার্থী এখানে শ্যামল সাঁতরা (Shyamal Santra)। সিপিএম প্রার্থী সুনীল খান (Sunil Khan)। লড়াই হাড্ডাহাড্ডি।
২০১৯ লোকসভা নির্বাচন-এর প্রার্থীরা
সৌমিত্র খাঁ (বিজেপি)
শ্যামল সাঁতরা (তৃণমূল)
সুনীল খাঁ (সিপিএম)
২০১৪ লোকসভা নির্বাচন-এর ফলাফল
সৌমিত্র খাঁ (তৃণমূল): ৫,৭৮,৮৭০টি ভোট
সুস্মিতা বাউরি (সিপিএম): ৪,৫৯,১৮৫টি ভোট
জয়ন্ত মণ্ডল (বিজেপি): ১,৭৯,৫৩০টি ভোট
নারায়ন চন্দ্র খাঁ (কংগ্রেস): ২৭,০৫৪টি ভোট
কে এগিয়ে
বলা কঠিন। হাড্ডাহাড্ডি লড়াই। সৌমিত্র খাঁ ঠিকমত প্রচার করতে না পারলেও বিজেপি চেষ্টা করছে। তবে সামান্য এগিয়ে তৃণমূল। তাদের সংগঠনের জন্য়।