বাঁকুড়া লোকসভা কেন্দ্র

এই লোকসভা কেন্দ্র একটা বড় সময় ধরে সিপিএমের দাপট ছিল। বাসুদেব আচারিয়া এখান থেকে ৯ বারের সাংসদ ছিলেন।

এই লোকসভা কেন্দ্র একটা বড় সময় ধরে সিপিএমের দাপট ছিল। বাসুদেব আচারিয়া এখান থেকে ৯ বারের সাংসদ ছিলেন। ২০০৯ সালে সুব্রত মুখার্জিও তাঁর কাছে পরাস্ত হয়েছিলেন। গত ২০১৪ লোকসভায় পালাবদল ঘটে এখানে তৃণমূল জেতে। টলিউডের তারকা প্রার্থী মুনমুন সেন অঘটন ঘটিয়ে হারিয়ে দিয়েছিলেন ৯বারের সাংসদ বাসুদেব আচারিয়াকে।

২০১৯ লোকসভা কেন্দ্রের প্রার্থীরা

সুব্রত মুখার্জি (তৃণমূল)

অমিয় পাত্র (সিপিএম)

সুভাষ সরকার (বিজেপি)

২০১৪ লোকসভা কেন্দ্রের ফলাফল

মুনমুন সেন (তৃণমূল)- ৪,৮৩,৪৫৫টি ভোট

বাসুদেব আচারিয়া (সিপিএম)- ৩,৮৪,৯৪৯টি ভোট

সুভাষ সরকার (বিজেপি)- ২,৫১,১৮৩টি ভোট

নীলমাধব গুপ্ত- ২২,০২১টি ভোট

ফলাফল- মুনমুন সেন (তৃণমূল) জয়ী ৯৮,৫০৬ ভোটে

কে এগিয়ে

রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি এখানে ২০০৯ লোকসভা ভোটে দাঁড়িয়ে হেরেছিলেন। তবে তখন এখানে তাঁর দলের সংগঠন এত মজবুত ছিল না। সুব্রত মুখার্জির প্রধান প্রতিপক্ষ এখানে বিজেপি-র বনামী প্রার্থী ডক্টর সুভাষ সরকার। সুভাষ সরকার এখানে খুব জনপ্রিয়। সিপিএম প্রার্থী অমিয় পাত্রও চেষ্টা করছেন। তবে এগিয়ে তৃণমূলই।