Amit Shah On Lord Ram: 'মোদি সরকার যা বলে তাই করে', লোকসভায় অযোধ্যার রাম মন্দিরকে উদাহরণ বলে শাহী দাবি!
ফের একবার রাম মন্দির তৈরির প্রসঙ্গে মোদির সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নয়াদিল্লি: ফের একবার রাম মন্দির (Ram Mandir) তৈরির প্রসঙ্গে মোদির সরকারের (Modi government) ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home minister Amit Shah)। তবে এবার করলেন একবারে লোকসভায় (Lok Sabha) নতুন ফৌজদারি আইন পাশ করানোর সময়। বুধবার কংগ্রেসকে আক্রমণ করে বললেন মোদি সরকার যা প্রতিশ্রুতি দেয় তা পূরণ করে। কটাক্ষ করে বলেন কংগ্রেস অনেক বছর দেশের ক্ষমতায় থেকেছে আর মানুষকে প্রতিশ্রুতি দিয়ে গেছে। কিন্তু, কোনওদিন তা পূরণ করেনি। আরও পড়ুন: Incense stick For Ayodhya: অযোধ্যার রাম মন্দিরের জন্য তৈরি হচ্ছে ১০৮ ফুটের ধূপকাঠি, দেখুন ছবি
এরপরই মোদি সরকারের প্রশংসা করে তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকালে অযোধ্যায় রাম মন্দির (Ayodhya Ram Mandir) আর সংসদে মহিলা সংরক্ষণ (Women Reservation) সম্ভব হয়েছে।"
লোকসভায় তিনটি ফৌজদারি আইন (সংশোধনী) সংক্রান্ত বিল পাশের বিতর্কে অংশ নিয়ে অমিত শাহ বলেন, "আমরা বলেছিলাম যত তাড়াতাড়ি পারব রাম মন্দির তৈরি করব। আর ২২ জানুয়ারি ভগবান রামের মূর্তি (Lord Ram's idol) সেখানে প্রতিষ্ঠা করা হবে। এটাই মোদি সরকার যারা যা বলে তা করে। আমরা একথাও বলতে চাই যে আমরা সংসদ ও বিধানসভায় ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ করেছি।" আরও পড়ুন: Yogi Adityanath: শিশুকন্যাকে কোলে নিয়ে পায়েস খাওয়ালেন যোগী আদিত্যনাথ, গোরখপুরের ভিডিয়ো