NRC নিয়ে ভয় নয়, শরণার্থীদের দেশ ছেড়ে যেতে হবে না; আর কী কী বললেন অমিত শাহ?
আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত দল ছেড়ে অমিত শাহের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগদান করেন। তারপর দলীয় সাংগঠনিক বৈঠক সেরে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সল্টলেক বিজে ব্লকের পুজো উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কলকাতা, ১ অক্টোবর: আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) দলের কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহ (Amit Shah)। আজ তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) দল ছেড়ে অমিত শাহের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগদান করেন। তারপর দলীয় সাংগঠনিক বৈঠক সেরে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সল্টলেক বিজে ব্লকের পুজো উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আজ অমিত শাহ আর যা যা বললেন (Amit Shah Statements):
-
- NRC নিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। নাগরিকত্ব সংশোধনী বিল আনা হবে।
- বিজেপির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে NRC সম্পর্কে বুঝিয়ে দিয়ে আসবেন।
- মমতা বন্দোপাধ্যায় বলেছেন লাখ লাখ হিন্দু শরণার্থীকে তাড়ানো হবে। এসব মমতা বন্দোপাধ্যায়ের মিথ্যাচার।
- হিন্দু শরণার্থীদের ভারত ছাড়তে হবে না। তবে একজন অনুপ্রবেশকারীদেরও বাংলায় জায়গা দেওয়া হবে না। অনুপ্রবেশকারীদের তৃণমূল কংগ্রেস ভোট ব্যাঙ্কে চলে।
- শরণার্থীদের নাগরিকত্ব দেব। বৌদ্ধ, জৈনদেরও নাগরিকত্ব দেওয়া হবে। অনুপ্রবেশকারীদের দেশের নিরাপত্তার কারণে তাড়ানো হবে।
- একসময় সংস্কৃতির পীঠস্থান ছিল বাংলা। আর এখন বাংলার কী অবস্থা।
- বাংলাকে ফের সোনার বাংলা তৈরী করব।
- এবার নির্বাচনে বিজেপিকে ভোট রাজ্যের আড়াই কোটি মানুষের।
- পশ্চিমবঙ্গের জনতা পরিবর্তন চান। যদি তারা পরিবর্তন না চাইতেন এতগুলি আসন আমরা পেতাম না।
- বাংলায় ৪ মাসে ৩০ বিজেপি কর্মী খুন হয়েছেন।
- ৩৭০ ধারা বিলোপ করে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ করেছেন মোদিজি।
- বাংলায় পরিবর্তনের জন্য প্রতিজ্ঞা করুন।
NRC নিয়ে কী বলবেন এই নিয়ে ছিল জল্পনা। কিন্তু তিনি NRC তে ভয় না পেয়ে শরণার্থীদের থাকতে দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বন্দোপাধ্যায় NRC কে বিজেপির চক্রান্ত বলে দাবি করেছিলেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে NRC নিয়ে মমতা বন্দোপাধ্যায়কে তোপ অমিত শাহর।