Asaduddin Owaisi On UCC: মুসলিম সংরক্ষণ ও অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে অমিত শাহকে আক্রমণ, ভিডিয়োতে শুনুন আসাদউদ্দিন ওয়াইসির বক্তব্য
শনিবার তেলাঙ্গানায় বিধানসভা ভোটের প্রচারে গিয়ে অভিন্ন দেওয়ানি বিধির প্রসঙ্গ উত্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। রাজ্যে ক্ষমতায় এলে এই বিধি লাগু করবেন বলে জানান।
হায়দরাবাদ: শনিবার তেলাঙ্গানায় (Telangana) বিধানসভা ভোটের প্রচারে গিয়ে অভিন্ন দেওয়ানি বিধির (Uniform Civil Code) প্রসঙ্গ উত্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। রাজ্যে ক্ষমতায় এলে এই বিধি লাগু করবেন বলে জানান। এর জেরে সন্ধ্যায় মালাকপেট বিধানসভায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তাঁকে তীব্র আক্রমণ করলেন মিম প্রধান ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি (AIMIM Chief Asaduddin Owaisi)।
অভিন্ন দেওয়ানি বিধি লাগুর মাধ্যমে বিজেপি মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছেন বলে অভিযোগ করেন তিনি। বলেন, "আজ অমিত শাহ বলেছেন, সুযোগ পেলে বিজেপি মুসলমানদের জন্য সংরক্ষণ (Muslim reservation) সরিয়ে ফেলবে। সমস্ত মুসলিমরা সংরক্ষণ পায় না, শুধুমাত্র অনগ্রসর শ্রেণির (backward class) তালিকাভুক্তরাই তা পায়। অমিত শাহ বলেছেন যে সমস্ত মুসলমান মধ্যে হিন্দুদের ঘৃণা তৈরি করার জন্য সংরক্ষণ পায়। সংরক্ষণ তুলে নেওয়া মানে পিছিয়ে পড়া এবং পাসমান্ডা মুসলমানদের (Pasmanda Muslims) কর্মসংস্থানের সুযোগ (employment opportunities) থেকে বঞ্চিত করা। এটা বিজেপির ঘৃণার রাজনীতি। সমস্ত তফসিলি উপজাতিদের (scheduled tribes) কাছে আমার আবেদন তেলাঙ্গানায় বিজেপিকে বয়কট করুন। তারা আপনাদের উপজাতীয় মর্যাদা শেষ করতে চায়। আমি অমিত শাহকে বলতে চাই, সমস্ত হিন্দু অবিভক্ত পরিবারগুলিকে (Hindu Undivided Family) কর ছাড় দেওয়ার ব্যবস্থা করুন।" আরও পড়ুন: UCC In Telangana: তেলাঙ্গানায় ক্ষমতায় এলে চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি, জানালেন অমিত শাহ
দেখুন ভিডিয়ো: