India-Pakistan World Cup Match: বিশ্বকাপে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের জন্য কেন্দ্রকে তোপ, ভিডিয়োতে শুনুন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসির বক্তব্য

আসন্ন ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ লিগের ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। শনিবার এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন মিম প্রধান ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি।

Photo Credits: ANI

নয়াদিল্লি: আসন্ন ক্রিকেট বিশ্বকাপে (Cricket World Cup) গ্রুপ লিগের ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (India-Pakistan)। শনিবার এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারকে (Central Government) তীব্র আক্রমণ করলেন মিম প্রধান ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি (AIMIM chief Asaduddin Owaisi)।

জম্মু ও কাশ্মীর থেকে গত চার বছর আগে বাতিল হয়ে যাওয়া ৩৭০ ধারা (abrogation of Article 370) নিয়ে শুক্রবার মিম প্রধানকে প্রশ্ন করেন সাংবাদিকরা। এর উত্তরে কটাক্ষের আসাদউদ্দিন ওয়াইসি বলেন, "পাকিস্তান (Pakistan) থেকে আসা জঙ্গিদের হামলায় (terrorists  attack) আমাদের তিন জওয়ান শহিদ হয়েছেন। তারপরও আপনারা পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপ ম্যাচ (World Cup match) খেলবেন?" আরও পড়ুন: Kerala : কেরালার মুন্নারে নিষিদ্ধ সংগঠন পিএফআইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

দেখুন ভিডিয়ো: