Devendra Fadnavis Hits Out At Shiv Sena: শিবসেনা ক্ষমতা লোভী, পদত্যাগ করেই প্রাক্তন জোট শরিকের বিরুদ্ধে তোপ দাগলেন দেবেন্দ্র ফডনবিশ
মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে শিবসেনাকে (Shiv Sena) একহাত নিলেন দেবেন্দ্র ফডনবিশ (Devendra Fadnavis)। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে শিবসেনা, এটা মোটেই ফডনবিশের হজম হচ্ছে না। প্রাক্তন জোট শরিক ক্ষমতার খিদেয় ছটফট করছে, শিবসেনার বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছেন তিনি। পদত্যাগ করে তিনি বলেন, বিজেপি এবার থেকে মহারাষ্ট্রে বিরোধীর আসনেই বসবে। শনিবার রাতারাতি শিবির পাল্টে বিজেপিতে ভিড়ে যাওয়ায় অজিত পওয়ারের সমর্থনে ভর করে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছিলেন ফডনবিশ। কিন্তু মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ের পরে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অজিত পাওয়ার।
মুম্বই, ২৬ নভেম্বর: মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে শিবসেনাকে (Shiv Sena) একহাত নিলেন দেবেন্দ্র ফডনবিশ (Devendra Fadnavis)। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে শিবসেনা, এটা মোটেই ফডনবিশের হজম হচ্ছে না। প্রাক্তন জোট শরিক ক্ষমতার খিদেয় ছটফট করছে, শিবসেনার বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছেন তিনি। পদত্যাগ করে তিনি বলেন, বিজেপি এবার থেকে মহারাষ্ট্রে বিরোধীর আসনেই বসবে। শনিবার রাতারাতি শিবির পাল্টে বিজেপিতে ভিড়ে যাওয়ায় অজিত পওয়ারের সমর্থনে ভর করে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছিলেন ফডনবিশ। কিন্তু মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ের পরে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অজিত পাওয়ার। এর পরই বিজেপি বুঝে যায় আর সংখ্যা জোগাড় করা সম্ভব নয়। তার পরই ইস্তফার সিদ্ধান্ত হয়। ফডনবিশ সাংবাদিক সম্মেলনেও সে কথা উল্লেখ করেন।
তিনি বলেন, অজিত পাওয়ার ইস্তফা দেওয়ায় আমাদের কাছে আর সংখ্যাগরিষ্ঠতা নেই। আমরা ঘোড়া কেনাবেচা করতে চাইনি। তাই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’’ পরে রাজভবনে গিয়ে রাজ্যপালকে পদত্যাগপত্র দিয়ে আসেন ফডনবিশ। একই সঙ্গে এ দিন ফডনবিশ জানান, তাঁরা বিরোধীর ভূমিকাতেই থাকবেন। তবে একই সঙ্গে গত পাঁচ বছরে যে তাঁর নেতৃত্বে সরকার মহারাষ্ট্রে ভাল কাজ করেছে, সে কথাও এ দিন উল্লেখ করেন তিনি। সুপ্রিম রায়ে যখন ঠিক হল রাত পোহালে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। তখনই পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল। দেবেন্দ্র ফডনবিশের বাড়িতে কোর কমিটির বৈঠকে হয়। দেখা করতে আসেন অজিত পাওয়ার। আরও পড়ুন-Devendra Fadnavis Resigns as Maharashtra CM: বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই, মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন দেবেন্দ্র ফডনবিশ
এদিন পদত্যাগ করেই জোটের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ফডনবিশ, শিবসেনা-এনসিপি-কংগ্রেস কখনওই একমুখী হতে পারবে না কিন্তু এটা এমন একটা গাড়ি, যেটা তিন দিকে টানছে। তিন দল মিলে সরকার গঠনের চেষ্টা করছে বলেই তো তিনি ইস্তফা দিলেন। তাছাড়া বিজেপি প্রথম থেকেই ঠিক করেছিল, ঘোড়া-কেনাবেচা করবে না রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র দেব। তারপর দায়িত্বশীল বিরোধী দল হিসেবেই কাজ করব অজিত পাওয়ার ইস্তফা দেওয়ার পর আমাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই। তিনি আমাদের সমর্থন করেছিলেন, তার ভিত্তিতেই ঘটনাপ্রবাহ এগিয়েছে