Asaduddin Owaisi: বিহারে ৫টি আসন জিতেই পশ্চিমবঙ্গে চোখ, কী বললেন ওয়েসি?

আগামী বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য পুরোপুরি তৈরি তাঁর দল। বিহারে ৫ টি আসনে জেতার পর বুধবার এ কথা বললেন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলেমিন (AIMIM) প্রধান আসাদ উদ্দিন ওয়েসি। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে হায়দরাবাদ থেকে লোকসভার সদস্য ওয়েসি বলেন, “আমরা পশ্চিবঙ্গে নির্বাচনে লড়ব। যদি আমাদের দলীয়সদস্যরা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত থাকেন তো। আমরা নিশ্চয় এনিয়ে সিদ্ধান্ত নেব।” গতকালই বিহার বিধানসভায় ভোট গণনা হয়েছে। আজ ভোর চারটে বেজে পাঁচ মিনিটে ফল প্রকাশিত হয়েছে।

আসাদ উদ্দিন ওয়েসি (Photo Credits: ANI)

হায়দরাবাদ, ১১ নভেম্বর: আগামী বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের জন্য পুরোপুরি তৈরি তাঁর দল। বিহারে ৫ টি আসনে জেতার পর বুধবার এ কথা বললেন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলেমিন (AIMIM) প্রধান আসাদ উদ্দিন ওয়েসি। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে হায়দরাবাদ থেকে লোকসভার সদস্য ওয়েসি বলেন, “আমরা পশ্চিবঙ্গে নির্বাচনে লড়ব। যদি আমাদের দলীয়সদস্যরা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত থাকেন তো। আমরা নিশ্চয় এনিয়ে সিদ্ধান্ত নেব।” গতকালই বিহার বিধানসভায় ভোট গণনা হয়েছে। আজ ভোর চারটে বেজে পাঁচ মিনিটে ফল প্রকাশিত হয়েছে। তাতে দেখা গিয়েছে প্রথম বার নির্বাচনে লড়ে ৫টি আসন দখল করেছে ওয়েসির দল। আরও পড়ুন-Chhath Puja Processions Ban: হাইকোর্টের নির্দেশিকা, রাজ্যজুড়ে নিষিদ্ধ ছট পুজোর শোভাযাত্রা

রাজ্যের সীমাঞ্চল এলাকার বইসি, আমৌর, কোচাধামান, বাহদুরগঞ্জ ও যোকিহাট কেন্দ্রে জয়ী হয়েছে এআইএমআইএম। বিহারে মোট প্রাপ্ত ভোটের মধ্যে এআইএমআইএম ১.২ শতাংশ ভোট। গ্র্যান্ড ডোমেস্টিক সেকুলার ফ্রন্টের সঙ্গে জোটে গিয়ে ভোটে লড়েছে এআইএমআইএম। যাঁদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন রাষ্ট্রীয় লোক সমতা পার্টির প্রধান উপেন্দ্র কুশওহা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে ২০২১-এ। এখানে মোট বিধানসভা আসন ২৯৪টি। এই নির্বাচনে বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে শাসক তৃণমূলের থেকে ক্ষমতার ব্যাটন কেড়ে নিতে বদ্ধপরিকর।