উর্মিলার ইউ টার্ন! কংগ্রেস ছেড়ে এবার শিবসেনায় যোগ দিতে চলেছেন উর্মিলা মাতণ্ডকর! কী বললেন 'রঙ্গিলা গার্ল'?

দেশজুড়ে যখন এনআরসি ইস্যু ও হিন্দিকে রাষ্ট্রভাষা করা নিয়ে গোটা দেশ তোলপাড় তখন ঝোঁপ বুঝে কোপ মারলেন উর্মিলা মাতণ্ডকর (Urmila Matondkar)। কয়েকদিন আগে পর্যন্ত যিনি কংগ্রেস নেত্রী ছিলেন তিনি এখন নতুন রাজনৈতিক দল খুঁজে ফিরছেন। অনেকেরই মনে হয়েছিল হুজুগের বশে রাজনীতিতে যোগ দিয়েছিলেন উর্মিলা, মোহভঙ্গ হতেই ফের ফিরছেন। কিন্তু তা নয়, কংগ্রেস ছাড়ার পরও যে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে চান বলিউডের রঙ্গিলা গার্ল তা বেশ বোঝা গেল।

উর্মিলা মাতণ্ডকর (Photo Credits: Facebook)

মুম্বই, ১৭ সেপ্টেম্বর: দেশজুড়ে যখন এনআরসি ইস্যু ও হিন্দিকে রাষ্ট্রভাষা করা নিয়ে গোটা দেশ তোলপাড় তখন ঝোঁপ বুঝে কোপ মারলেন উর্মিলা মাতণ্ডকর (Urmila Matondkar)। কয়েকদিন আগে পর্যন্ত যিনি কংগ্রেস নেত্রী ছিলেন তিনি এখন নতুন রাজনৈতিক দল খুঁজে ফিরছেন। অনেকেরই মনে হয়েছিল হুজুগের বশে রাজনীতিতে যোগ দিয়েছিলেন উর্মিলা, মোহভঙ্গ হতেই ফের ফিরছেন। কিন্তু তা নয়, কংগ্রেস ছাড়ার পরও যে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে চান বলিউডের রঙ্গিলা গার্ল তা বেশ বোঝা গেল। সম্প্রতি শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরের (Shiv Sena Chief Uddhav Thackeray) ব্যক্তিগত সচিব মিলিন্দ নারভেকরের সঙ্গে দেখাও করে এসেছেন। তাহলে কী কংগ্রেস ছেড়ে এবার শিব সেনার হাত ধরতে চলেছেন উর্মিলা? এনিয়ে কেন্দ্রীয় রাজনীতি জল্পনা শুরু হয়েছে।

চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেস শিবিরের অন্যতম বড় চমক ছিলেন প্রখ্যাত বলিউড অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকর৷ প্রবল মোদি হাওয়ার মধ্যেও কংগ্রেসে যোগদান করেন তিনি৷ রাহুল গান্ধীর নেতৃত্বে ভোট ময়দানের লড়াইয়ে অবতীর্ণ হন৷ বিজেপির বিরুদ্ধে প্রচারও করেন জোরকদমে৷ কিন্তু এরপরও শেষরক্ষা হয়নি৷ উত্তর মুম্বই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী গোপাল শেট্টির কাছে সাড়ে চার লক্ষ ভোটে পরাজিত হন৷ নির্বাচনে হারের পর দলে অন্তর্দ্বন্দ্বের অভিযোগে সরব হন কংগ্রেস নেত্রী। তাঁর স্পষ্ট অভিযোগ ছিল, নির্বাচনে তাঁকে ভুলপথে চালনা করা হয়েছে। তাঁর হয়ে প্রচারের দায়িত্বে থাকা সন্দেশ কোন্দিলকর ও তাঁর সহযোগীরা তাঁকে ঠিকমতো সাহায্য করেননি। আর ঠিক এই কারণেই কংগ্রেস দলের প্রতি বিরক্ত হয়ে ইস্তফা দিয়েছেন তিনি। এদিকে লোকসভা ভোটের ফলাফলের পর থেকে কংগ্রেসের ঘরে একেবারে চৈত্রমাসের দশা। এরমধ্যে তারকা প্রার্থীর দল ছাড়াগ ঘটনায় সেই দুর্দশা আরও বেড়েছে বই কমেনি, উর্মিলার মোহভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে যে দলের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে তা মানেন কংগ্রেস নেতারা। তবে কী আর করা যাবে, কেউ দল ছেড়ে যেতে চাইলে তাঁকে তো আর জোর করে বেঁধে রাখা যায় না। আরও পড়ুন-রবার্ট বঢরা পেলেন আগাম জামিন, যেতে পারবেন বিদেশেও

এদিকে মিলিন্দ নারভেকরের সঙ্গে তাঁর সাক্ষাৎকারকে সৌজন্যতার বেশিকিছু বলতে নারাজ উর্মিলা, তবে তিনি যাই বলুন না কেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু অন্যকথা বলছেন। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে যে উর্মিলা শিব সেনার হাত ধরতে চাইছেন তা স্পষ্ট।