Arvind Kejriwal In Ranchi: বিরোধী ঐক্য জোরদারের চেষ্টা! হেমন্ত সোরেনের সঙ্গে বৈঠক করতে দলবল নিয়ে রাঁচি পৌঁছলেন কেজরিওয়াল
আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল যেমন বুধবার তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী ও ভারত রাষ্ট্রীয় সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে বৈঠক করে বৃহস্পতিবার রাতেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-সহ দলের অন্য নেতা-নেত্রীদের নিয়ে সোজা পৌঁছে গেলেন ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে।
রাঁচি: বিজেপির (BJP) নেতা-মন্ত্রীরা যখন নয়া সংসদ ভবন নিয়ে ব্যস্ত তখন দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি বিরোধী জোট তৈরির প্রস্তুতি ব্যস্ত রয়েছেন বিভিন্ন বিরোধী দলের নেতা-নেত্রীরা। আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক ও দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল (AAP national convener and Delhi CM Arvind Kejriwal) যেমন বুধবার তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী ও ভারত রাষ্ট্রীয় সমিতির প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের (Telengana CM & BRS Chief KCR) সঙ্গে বৈঠক করে বৃহস্পতিবার রাতেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Punjab CM Bhagwant Mann)-সহ দলের অন্য নেতা-নেত্রীদের (other leaders of the party) নিয়ে সোজা পৌঁছে গেলেন ঝাড়খণ্ডের (Jharkhand) রাজধানী রাঁচিতে (Ranchi)।
সংবাদ সংস্থা এএনআই (ANI)-এর টুইটার পেজে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, বিজেপি বিরোধী দলগুলিকে কীভাবে একজোট করা যায় তা নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কার্যনির্বাহী সভাপতি হেমন্ত সোরেনের (Jharkhand CM and JMM's executive president Hemant Soren) সঙ্গে কেজরিওয়ালের নেতৃত্বে বৈঠক করবেন আম আদমি পার্টির (AAP) নেতারা (Leaders)।
দিল্লি সরকারের ক্ষমতা খর্ব করার জন্য কেন্দ্র যে অর্ডিন্যান্স পাস করেছে তার বিরোধিতা করার জন্য হেমন্ত সোরেনকে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল অনুরোধ করবেন বলেও সূত্রের খবর। আরও পড়ুন: Valsad Shocker: প্যান্টের চেন খুলে মহিলা যাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ধৃত অটো চালক, ভাইরাল ভিডিয়ো