AAP MP Sanjay Singh: ছেলের গ্রেফতারি প্রসঙ্গে কী বললেন আপ সাংসদ সঞ্জয় সিং-এর বাবা! দেখুন ভিডিয়ো
বুধবার সকাল থেকে বাড়িতে তল্লাশি চালানোর পর আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি। তারপর থেকে দিল্লি-সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন আপ কর্মী-সমর্থকরা।
বুধবার সকাল থেকে বাড়িতে তল্লাশি চালানোর পর আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংকে (AAP MP Sanjay Singh) আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি। তারপর থেকে দিল্লি-সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন আপ কর্মী-সমর্থকরা।
বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে সঞ্জয় সিং-এর বাবা (father) বলেন, 'আমরা বলেছিলাম যে আমরা সহযোগিতা করব। আমি সঞ্জয়কে ভয় পেতে বারণ করেছি। আমি মনে করি ওরা সঞ্জয়কে গ্রেফতার করার কোনও কারণ খুঁজে পায়নি। তবুও ইডি আধিকারিকরা গ্রেফতার করতে বলেছেন বলে ওকে গ্রেফতার করা হয়েছে। সরকার পরিবর্তন হলেই এই বিষয়ে ইতিবাচক ফলাফল হবে।' আরও পড়ুন:
দেখুন ভিডিয়ো: