‌Lok Sabha Elections 2019:সংবাদপত্রের শিরোনাম ফটোশপ করে প্রচার, তোলপাড় সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়ায় খবরের কাগজের শিরোনাম ফটোশপ করে চলছে প্রচার। ভোটের আগে এমনই কাণ্ড ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল।

প্রচার সভায় মমতা ব্যানার্জি।( File Photo)

৭ মে,২০১৯: সোশ্যাল মিডিয়ায় (Social Media) খবরের কাগজের (Newspaper) শিরোনাম ফটোশপ করে চলছে প্রচার। ভোটের আগে এমনই কাণ্ড ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। কয়েকদিন আগে রাজ্যের একটি প্রথম সারির দৈনিকের শিরেনাম ফটোশপ করে বিকৃত করার অভিযোগ উঠেছে। প্রথম সারির দৈনিকটি হেডলাইন করেছিল, ‘৪২টি আসন দিন, দিল্লি কীভাবে কাঁপাতে হয় দেখিয়ে দেব।’‌ সেই শিরোনামটি ফটোশপ' করে বদলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছিল, ‘‌৪২টি আসন দিন, হিন্দু কীভাবে কাঁদাতে হয় দেখিয়ে দেব। ’‌

ইতিমধ্যেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে এই ফটোশপ করা ভুয়ো শিরোনাম। একটু বুদ্ধি দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে খবরের কাগজের একই শিরোনামে দুটো আলাদা মাপের অক্ষর। অর্থাৎ ৪২চি আসন দাও শব্দ গুলি যে মাপের অক্ষরে রয়েছে হিন্দু এবং কাঁদাতে হয় শব্দগুলির মাপ তার থেকে বড়। এছাড়া এই শব্দ দুটির কালো রংও অনেক গাঢ়।

কয়েকদিন আগে রাহুল গান্ধীকে নিয়েও একাধিক একাধিক খবর ফটোশপ করে সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছিল।