Meerut Shocker: যোগীর রাজ্যে নরবলি!, মন্দিরে উদ্ধার তরুণীর গলাকাটা ঝুলন্ত দেহ

মন্দিরের ভিতরে ঝুলছে গলার নলি কাটা তরুণীর দেহ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের মেরঠের (Meerut Shocker) খারখোদা থানা এলাকায়৷ খবরটি জানাজানি হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

প্রতীকী ছবি(Photo Credit :PTI)

মেরঠ, ১৯ আগস্ট: মন্দিরের ভিতরে ঝুলছে গলার নলি কাটা তরুণীর দেহ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের মেরঠের (Meerut Shocker) খারখোদা থানা এলাকায়৷ খবরটি জানাজানি হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ মন্দিরের মধ্যে আত্মঘাতী হয়েছেন এক তরুণী৷ এই খবর পেয়ে ঘটনাস্থলে যান মেরঠের পুলিশ সুপার প্রভাকর চৌধুরি৷ যতক্ষণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে ততক্ষণে মৃতের পরিবার দেহের সৎকার করে ফেলেছে৷ যদিও প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, এটি একটি নরবলির (Human Sacrifice) ঘটনা৷ জানা গেছে, রক্তে মাখা তরুণীর দেহটি মন্দিরের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়৷ বিগ্রহের গায়েও লেগেছিল রক্তের ছিটে৷ মাটির প্রদীপেও ছিল রক্ত৷

মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, বছর বাইশের তরুণী পোস্ট গ্রাজুয়েট ছাত্রী৷ শুধু তাই নয় ঠাকুর দেবতায় ভক্তিও খুব৷ সোমবার বিকেলে কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বেরিয়েছিল৷ সময়মতো বাড়ি না ফেরায় পরিবারের তরফে খোঁজখবর শুরু হয়৷ স্থানীরা জানান, তাঁকে মন্দিরের দিকে যেতে দেখা গেছে৷ সেখানে গিয়ে দেখা যায়, মন্দিরের দরজা ভিতর থেকে বন্ধ৷ সবাই মিলে দররজা ভাঙতেই দেখা যায়, তরুণী রক্তে মাখামাখি ঝুলন্ত দেহ৷ এসব দেখে পুলিশে খবর না দিয়ে মেয়ের সৎকার করে ফেলে পরিবারের লোকজন৷ আরও পড়ুন-Afghanistan Crisis: তালিবানি সমর্থন থেকে দূরত্ব বজায় রাখল সারা ভারত মুসলিম পার্সোনাল ল বোর্ড

পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই পার্শ্ববর্তী গ্রামে আগুনের মতো রটে যায় মন্দিরে আত্ম বলিদান দিয়েছেন এক তরুণী৷ ঘটনাস্থল পরিদর্শনের পর মৃতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ ফরেন্সিক টিমও অকুস্থল থেকে প্রমাণ সংগ্রহ করে৷ প্রাথমিক তদন্ত রিপোর্ট বলছে কুসংস্কারের জেরেই এই নরবলির ঘটনা ঘটেছে৷