Mumbai Police: পুলিশ কনস্টেবলের তৎপরতায় প্রাণ বাঁচল দুই শিশুর, দেখুন জুহু বিচের ভিডিয়ো

মহারাষ্ট্রের মুম্বইয়ের সান্তাক্রুজ পুলিশ স্টেশনের এক কনস্টেবলের তৎপরতায় প্রাণ বাঁচল দুই শিশুর।

প্রতীকী ছবি

মুম্বই: মহারাষ্ট্রের (Maharashtra) মুম্বইয়ের (Mumbai) সান্তাক্রুজ পুলিশ স্টেশনের (Santacruz Police station) এক কনস্টেবলের (constable) তৎপরতায় প্রাণ বাঁচল দুই শিশুর (children)। তাদের একজনের বয়স সাত আর একজনের বয়স ১০। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে জুহু বিচের (Juhu Beach) জুহু কোলিওয়াড়া (Juhu's Koliwada) এলাকার সমুদ্রে (sea)।

মুম্বই পুলিশ সূত্রে জানা গেছে, সান্তাক্রুজ পুলিশ স্টেশন কনস্টেবল বিষ্ণু ভাউরাও বেলে (Vishnu Bhaurao Bele) জুহু কোলিওয়াড়া এলাকায় সমুদ্রের জলে ডোবা থেকে দুই শিশুকে বাঁচিয়েছেন। পরে ওই শিশু দুটিকে তাদের অভিভাবকদের (parents) হাতে তুলে দেওয়া হয়েছে (handed over)। আরও পড়ুন: Krishna Ghati Sector: ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের তৎপরতার ফল, কৃষ্ণা ঘাঁটি সেক্টরে বানচাল অনুপ্রবেশের ছক



@endif