Jharkhand Clash: পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা! পালামুর পানকি শহরে ফ্ল্যাগ মার্চ পুলিশের

মহাশিবরাত্রি উপলক্ষে একটি মসজিদের বাইরে বড় গেট তৈরি করা হচ্ছিল। সেই বিষয় নিয়ে শুরু হওয়া গণ্ডগোলের জেরে ঝাড়খণ্ডের পালামুর পানকি শহরে বুধবার তুমুল মারামারি হয় দুটি গোষ্ঠীর মানুষের মধ্যে।

Photo Credits: ANI

পালামু: মহাশিবরাত্রি (Mahashivratri) উপলক্ষে একটি মসজিদের (mosque) বাইরে বড় গেট তৈরি (installation) করা হচ্ছিল। সেই বিষয় নিয়ে শুরু হওয়া গণ্ডগোলের জেরে ঝাড়খণ্ডের (Jharkhand) পালামুর (Palamu) পানকি শহরে (Panki town) বুধবার তুমুল মারামারি (Clash) হয় দুটি গোষ্ঠীর মানুষের মধ্যে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার ওই এলাকায় শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য ও মানুষের মন থেকে আতঙ্ক দূর করার জন্য ফ্ল্যাগ মার্চ (flag march) করে পুলিশ। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে বলে দাবি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

গতকাল পরিস্থিতি কিছুক্ষণের জন্য রণক্ষেত্রের আকার ধারণ করে বলে অভিযোগ। খবর পেয়ে প্রচুর পুলিশকর্মী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এপ্রসঙ্গে ঝাড়খণ্ড পুলিশের পালামু জোনের আইজি জানিয়ে ছিলেন, ওই এলাকায় একটি তোরণ দাওয়ার বা বড় গেট তৈরিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল মারামারি হয়। কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশকর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। গণ্ডগোলের জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

যদিও পরিস্থিতির পরিবর্তন হওয়ার জেরে বিকেলের দিকে পালামুর পানকি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান পালামুর ডেপুটি কালেক্টর।



@endif