Kanpur: ৪ মাস ধরে নিখোঁজ, জিম ট্রেনারের হাতে খুন মহিলা

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) কানপুরে(Kanpur)। অবশেষে অভিযুক্ত জিম ট্রেনারকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রতীকী ছবি (Photo Credit: IANS)

নয়াদিল্লিঃ ৪ মাস ধরে নিখোঁজ(Missing)। অবশেষে উদ্ধার নিখোঁজ মহিলার মৃতদেহ)Dead Body)। জানা গিয়েছে জিম ট্রেনারের(Gym Trainer) হাতে খুন হন তিনি। ৪ মাস ধরে তাঁর দেহ লুকিয়ে রাখা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) কানপুরে(Kanpur)। অবশেষে অভিযুক্ত জিম ট্রেনারকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ডিসিপি ইস্ট, শ্রাবণ কুমার সিং বলেছেন, "ঘটনাটি ঘটেছিল ২৪ জুন । অভিযুক্তের জিমে যেতেন নিহত মহিলা। সেখানেই কিছু বিষয় নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি। শুধু তাই নয় তা নিয়ে অভিযুক্তের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় পর্যন্ত হয়। পরবর্তীতে মহিলাকে খুন করে ওই জিম ট্রেনার। এরপর জিম থেকে কিছু দূরে একটি গর্ত খুঁড়ে দেহটি কবর দেওয়া হয়। নিখোঁজ মহিলাকে খোঁজা শুরু হলে মামলাটিকে অন্যদিকে চালনা করার চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদে শেষমেশ ভেঙে পড়ে। অভিযুক্তকে আমরা গ্রেফতার করেছি।" ইতিমধ্যেই অভিযুক্ত জিম ট্রেনারের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। কী কারণে এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ।

৪ মাস ধরে নিখোঁজ, জিম ট্রেনারের হাতে খুন মহিলা



@endif