PM On Parliament Incident : সংসদের ঘটনা নিয়ে বিবৃতি, বিরোধীদের কটাক্ষ প্রধানমন্ত্রীর

সংসদে বিরোধীদের আচরন নিয়ে বিবৃতি প্রধানমন্ত্রীর

ফাইল ফটো (Photo Credits: ANI)

সংসদে ঘটে চলা ঘটনা নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির পার্লামন্টারি পার্টি মিটিংয়ে তিনি জানান ,"সংসদে সাম্প্রতিককালে যা হয়েছে যারা গনতন্ত্রে বিশ্বাস করেন তারা এই ধরেনর কাজ মেনে নেবেন না। এই ধরনের কার্যকলাপের নিন্দা করা উচিত। যাই হোক আমি যেটা দেখেছিলাম বিরোধীরা সাম্প্রতিক হারের রাগ মেটাচ্ছিলেন এবং এই কাজকে একটি রানৈতিক রুপ দিতে চাচ্ছিলেন।তারা মৌনভাবে এবং ঘুরপথে তাদের এই কাজকে সমর্থন করছেন এটা ভয়ঙ্কর বিষয়। "

এদিন সংসদের শীতকালীন অধিবেশনে চেয়ারের মর্যদা না রাখা এবং নিয়মনীতি পালন না করার কারণে ৯৪ সাসংদকে সাসপেন্ড করা হয়েছে।সংসদে নিরপত্তা নিয়ে অমিত শাহের বিবৃতি চেয়ে দাবি রাখে বিরোধীরা। কিন্তু তা না হওয়ার কারণে সংসদের ভেতরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধীদের পক্ষ থেকে এই ঘটনাকে গনতন্ত্রের হত্যা বলা হয়েছে।