'Extremely Delighted': 'অত্যন্ত আনন্দিত হয়েছি', মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির অভ্যর্থনাকে স্মরণীয় করে রাখার প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদি
আগামী ২৪ ও ২৫ তারিখে দুদিনের সফরে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওমার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বুধবার টুইট করে একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে জানলেন মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির এই ভারত সফরের খবরে তিনি খুবই আনন্দিত। তাঁদের দুজনকে মনে রাখার মতো অভ্যর্থনা জানানো হবে। দুদিনের সফরের ব্যস্ত শিডিউলের মধ্যেও নতুন দিল্লি ও আমেদাবাদ ঘুরে দেখবেন সস্ত্রীক ট্রাম্প। এবং এই সফর ভারত মার্কিন বন্ধু্ত্বের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলেই মনে করেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আগামী ২৪ ফেব্রুয়ারি দু’দিনের সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়াদিল্লি ছাড়াও আমেদাবাদে ‘কেমছো ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
নতুন দিল্লি, ১২ নভেম্বর: আগামী ২৪ ও ২৫ তারিখে দুদিনের সফরে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওমার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। বুধবার টুইট করে একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে জানলেন মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির এই ভারত সফরের খবরে তিনি খুবই আনন্দিত। তাঁদের দুজনকে মনে রাখার মতো অভ্যর্থনা জানানো হবে। দুদিনের সফরের ব্যস্ত শিডিউলের মধ্যেও নতুন দিল্লি ও আমেদাবাদ ঘুরে দেখবেন সস্ত্রীক ট্রাম্প। এবং এই সফর ভারত মার্কিন বন্ধু্ত্বের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলেই মনে করেন নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আগামী ২৪ ফেব্রুয়ারি দু’দিনের সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়াদিল্লি ছাড়াও আমেদাবাদে ‘কেমছো ট্রাম্প’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
আমেদাবাদে দুই দেশের রাষ্ট্রপ্রধানকে এক মঞ্চে দেখা যাবে। মঙ্গলবারই নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে বলেও সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প। এই কথোপকথনের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, “মোদি জানিয়েছেন আমেদাবাদে আমাকে অভ্যর্থনা জানাতে কয়েক লক্ষ মানুষ হাজির থাকবেন।” এর পরই এ প্রসঙ্গে কৌতুকের ছলে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমার একটি জনসভায় যেখানে ৪০-৫০ হাজার লোক হয়, সেখানে ভারতে বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত ৫০-৭০ লক্ষ মানুষ ভিড় করবেন, বিষয়টা ভাবতেই অস্বস্তি লাগছে। আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামেই জনসভার আয়োজন হয়েছে। জানেন, এটাই বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। মোদি বানাচ্ছেন।” আরও পড়ুন-Biryani Sale In Delhi Increases After AAP Win: মহা ছাড়ের মহিমা, আম আদমি পার্টি জিততেই দিল্লিতে বিরিয়ানি সহযোগে সেলিব্রেশন
এদিকে ভারত সফর নিয়ে ট্রাম্পের উচ্ছ্বাস প্রকাশের কয়েক ঘণ্টা পরই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “আমাদের মাননীয় অতিথির অভ্যর্থনা অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকবে। এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ সফর। ভারত-আমেরিকার বন্ধুত্বকে আরও মজবুত করবে এই সফর।” তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর নিয়ে যথেষ্ট আশাবাদী ভারত। কারণ এই সফরেই বাণিজ্য, প্রতিরক্ষা-সহ বেশ কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এবং তা যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেও মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। ভারত সফর নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, “মোদি এক দারুণ ব্যক্তিত্ব। এই সফরের জন্য মুখিয়ে রয়েছি। এ মাসের শেষে ভারতে যাব।”