নরেন্দ্র মোদির আজ ৬৯তম জন্মদিন, শুভেচ্ছার বন্যায় ভাসছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র আজ ৬৯তম জন্মদিন। ক মাস আগেই ২০১৯ লোকসভায় ৩০০টি-রও বেশি আসনে জিতে ফের দেশের ক্ষমতায় বসার পর এবার মোদির জন্মদিন নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে।
নয়া দিল্লি, ১৭ সেপ্টেম্বর: Narendra Modi 69th Birthday: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) -র আজ ৬৯তম জন্মদিন। ক মাস আগেই ২০১৯ লোকসভায় (2019 Lok Sabha Elections) ৩০০টি-রও বেশি আসনে জিতে ফের দেশের ক্ষমতায় বসার পর এবার মোদির জন্মদিন নিয়ে বিজেপি (BJP) কর্মীদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। তবে দেশের রাজনীতিতে পা দিয়েই ঝড় তোলা মোদি-র জন্মদিন নিয়ে শুধু বিজেপি কর্মীরাই নয় , নেটিজেনদের মধ্যেও আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আজ সকাল থেকেই টুইটার ট্রেন্ডে সবার আগে 'মোদিকে জন্মদিনের শুভেচ্ছা'। টুইটার ট্রেন্ডে এখন সবার আগে দুটি হ্যাশট্য়াগ- #HappyBirthdayPM, #ShriNarendraModi। আরও পড়ুন- অমিত শাহর হিন্দি বিতর্কে কী বললেন রাহুল গান্ধী
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিজেপি নেতা-কর্মীরা মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র জন্মদিন উপলক্ষ্যে সেবা সপ্তাহ পালন করছে বিজেপি।
গতকাল আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে নরেন্দ্র মোদির মঙ্গলকামনা করে পুজো দেন তাঁর স্ত্রী যশোদাবেন। যাকে নিয়ে এত কিছু তিনি কী করছেন? আজ সকাল নরেন্দ্র মোদি ৬টায় মা হীরাবেনের কাছে আশীর্বাদ নিয়ে চলে যান নর্মদার সর্দার সরোবর প্রকল্পে।
আজ সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদির জন্মদিন নিয়ে পোস্টের জোয়ার পড়ে গিয়েছে। টুইটারে ট্রেন্ড করছে-#HappyBirthdayPM, #HappyBdayPMModi, #NarendraModiBirthday, #ShriNarendraModi। দেখুন প্রধানমন্ত্রীর জন্মদিনের কিছু পোস্ট...
মোদির ৬৯- তম (69th Birthday) জন্মদিন উপলক্ষ্যে দেশজুড়ে বিজেপি সমর্থকরা নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। ৭ দিন ধরে চলছে 'সেবা সপ্তাহ' (Seva Saptah)। শ্রম দান, উপহার দান, রক্তদান, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, স্বচ্ছতার মত নানারকম কার্যকলাপ। এরই মধ্যে এক অভাবনীয় ঘটিয়ে ফেললেন এক বারাণসীর ভক্ত।
আজ নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে সঙ্কট মোচন মন্দিরে উৎসর্গ করেছেন দেড় কেজি ওজনের সোনার মুকুট। এই মোদিভক্তের নাম অরবিন্দ সিং। এই ভক্ত সংবাদমাধ্যমকে জানান, 'লোকসভা নির্বাচনের আগেই ঠিক করেছিলাম মোদিজি ফের ক্ষমতায় এলে হনুমান মন্দিরে দেড় কেজি ওজনের সোনার মুকুট দেব। মোদিজির জন্মদিন উপলক্ষ্যে সেটাই করলাম।'