Narendra Modi To Interact With All CM Via Video Conference: লকডাউন বাড়ার আশঙ্কা! আগামী ১৬ ও ১৭ জুন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করবেন নরেন্দ্র মোদি

আনলকিং ১-এ জনজীবন অনেকটা স্বাভাবিক হলেও করোনা পরিস্থিতি এখনও ভয়ঙ্কর পর্যায়তেই রয়েছে। এই পরিস্থিতিতে দেশের রাজ্যগুলির পরবর্তী পদক্ষেপ কী হবে সেই বিষয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৬ এবং ১৭ জুন- দু'দিন ব্যাপী বৈঠক হবে। বৈঠকে আনলক ১.০-র ব্যাপারে আলোচনা হতে পারে। এছাড়াও, বর্তমান করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Picture Source: ANI)

নতুন দিল্লি, ১৩ জুন: আনলকিং ১-এ (Unlock 1.0) জনজীবন অনেকটা স্বাভাবিক হলেও করোনা পরিস্থিতি এখনও ভয়ঙ্কর পর্যায়তেই রয়েছে। এই পরিস্থিতিতে দেশের রাজ্যগুলির পরবর্তী পদক্ষেপ কী হবে সেই বিষয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী ১৬ এবং ১৭ জুন- দু'দিন ব্যাপী বৈঠক হবে। বৈঠকে আনলক ১.০-র ব্যাপারে আলোচনা হতে পারে। এছাড়াও, বর্তমান করোনা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

রাজ্যগুলিকে দুটি ভাগে ভাগ করে আগামী দু'দিনের বৈঠকের আয়োজন করা হয়েছে। প্রথমদিনের আলোচনা অর্থাৎ ১৬ জুন অংশগ্রহণ করবে- অসম, অরুণাচল, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, কেরালা, ত্রিপুরা, চন্ডীগড়, গোয়া, মনিপুর, হিমাচল, নাগাল্যান্ড, পুদুচেরি, মেঘালয়, লাদাখ, পঞ্জাব, মিজোরাম, দাদর ও নগর হাভেলি, দমন ও দিউ, আন্দামান ও নিকোবর, সিকিম এবং লাক্ষাদ্বীপ। আরও পড়ুন, ৮০% ভারতীয়ের বেতন কমেছে লকডাউনে, ইনস্যুরেন্স সংস্থা জেনেরালির সমীক্ষা অস্বীকার সরকারের

১৭ জুনের আলোচনায় অংশগ্রহণ করবে বাকি রাজ্যগুলি অর্থাৎ মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, বিহার, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটক, জম্মু ও কাশ্মীর, ওড়িশা ও তেলাঙ্গানা। সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে বৈঠকের পরই ঠিক করা হবে বর্তমান করোনা পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ কী হবে। প্রতিদিন হাজার নয়, দশেক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে পাশাপাশি জুন-জুলাইয়ে সংক্ৰমণ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। লকডাউন জারি থাকতে পারার আশঙ্কা রয়েছে। তবে আরও কিছুটা শিথিল হবে বলেই মনে করা হচ্ছে।



@endif