Coronavirus Outbreak in India: 'রাজ্যের সব ধর্মপ্রচারকদের করোনা-যুদ্ধে সামিল করুন', ভিডিও কনফারেন্সিং বৈঠকে মুখ্যমন্ত্রীদের পরামর্শ নরেন্দ্র মোদির
বৃহস্পতিবার দুপুরে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রীদের একটি বিশেষ আর্জি জানান মোদি (Narendra Modi)। নিজের নিজের রাজ্যের প্রতিটি ধর্ম প্রচারকের সঙ্গে বৈঠকে বসে তাদেরকেও করোনা-যুদ্ধে সামিল হওয়ার আহ্বান জানানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেন মোদি। দেশের প্রতিটি মানুষকে এই সময়ে এক হয় লড়তে হবে। নয়তো এই যুদ্ধ জয় সম্ভব হবে না বলে জানান মোদি।
নয়াদিল্লি, ২ এপ্রিল: বৃহস্পতিবার দুপুরে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রীদের একটি বিশেষ আর্জি জানান মোদি (Narendra Modi)। নিজের নিজের রাজ্যের প্রতিটি ধর্ম প্রচারকের সঙ্গে বৈঠকে বসে তাদেরকেও করোনা-যুদ্ধে সামিল হওয়ার আহ্বান জানানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেন মোদি। দেশের প্রতিটি মানুষকে এই সময়ে এক হয় লড়তে হবে। নয়তো এই যুদ্ধ জয় সম্ভব হবে না বলে জানান মোদি।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের ৯ জন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী ছাড়াও বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ-সহ কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকগুলির শীর্ষ আমলারা। তবে সেখানেও সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিষয়টি মাথায় রেখেই চলে বৈঠক। লকডাউনের পর ১ সপ্তাহ কেটে গিয়েছে। নিয়ন্ত্রণে আসেনি করোনাভাইরাস। উল্টে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। আরও পড়ুন: Doctors and Nurses Attacked by Mobs: করোনা-যুদ্ধের ফ্রন্টলাইনে লড়া চিকিৎসকেরা হেনস্থার শিকার