Narendra Modi: 'দুর্নীতিবাজ বাঁচাও আন্দোলন শুরু করেছে কংগ্রেস', আক্রমণ মোদীর

কংগ্রেসের পাশাপাশি আম আদমি পার্টির বিরুদ্ধে তোপ দাগেন মোদী। বলেন, দুর্নীতি করে আপ। আবগারী দুর্নীতি মামলায় নাম জড়ায় আপের। আপের দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেসই প্রথম সোচ্চার হয়। কিন্তু যখন আম আদমি পার্টির বিরুদ্ধে মামলা, মোকদ্দমা শুরু হয়, তখন উলটে মোদীকে সবাই পালটা আক্রমণ শুরু করেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

PM MODI (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৩ জুলাই: রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে ফের কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী বলেন, 'কংগ্রেস এখন ‘ভ্রষ্টচারী (দুর্নীতিবাজ) বাঁচাও আন্দোলন  শুরু করেছে। দুর্নীতিবাজদের জেলে পাঠানো হলে কংগ্রেস হাঙ্গামা করে।' শুধু তাই নয়,  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করা হচ্ছে। এভাবেও হাত শিবিরের বিরুদ্ধে  আজ আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা যায় মোদীকে।

শুনুন কী বললেন মোদী...

কংগ্রেসের পাশাপাশি আম আদমি পার্টির বিরুদ্ধে তোপ দাগেন মোদী। বলেন, দুর্নীতি করে আপ। আবগারী দুর্নীতি মামলায় নাম জড়ায় আপের। আপের দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেসই প্রথম সোচ্চার হয়। কিন্তু যখন আম আদমি পার্টির বিরুদ্ধে মামলা, মোকদ্দমা শুরু হয়, তখন উলটে মোদীকে সবাই পালটা আক্রমণ শুরু করেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আপের বিরুদ্ধে আদালতে শুনানি শুরু হলে, এখন সেই দলের সঙ্গে বন্ধুত্ব কংগ্রেস কংগ্রেস।

তবে যা-ই করুক না কেন দুই দল, কংগ্রেস তাহলে স্বীকার করুক সাংবাদিক সম্মেলন করে আপের বিরুদ্ধে তারা যা বলেছে, তা মিথ্যে। আপের দুর্নীতি নিয়ে কংগ্রেসের দাবি সত্যি না মিথ্যে, তা আগে হাত সিবির খোলসা করুক বলেও মন্তব্য করেন মোদী।