International Yoga Day 2021: কোভিড বিপর্যয়ে আশার আলো হল যোগ, বললেন মোদি
বিশ্ব যখন মারণ রোগ করোনায় বিপর্যস্ত মানুষ যন মহামারীর বিরুদ্ধে লড়ছে, তখন ফের আশার খবর নিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷ বললেন, যোগদিবস নিয়ে মানুষ এখনও নিরুৎসাহী হয়নি৷
নতুন দিল্লি, ২১ জুন: বিশ্ব যখন মারণ রোগ করোনায় বিপর্যস্ত মানুষ যন মহামারীর বিরুদ্ধে লড়ছে, তখন ফের আশার খবর নিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷ বললেন, যোগদিবস নিয়ে মানুষ এখনও নিরুৎসাহী হয়নি৷ এই অতিমারীর সময়ে আশার আলো হল যোগা৷ সোমবার ৭-তম আন্তর্জাতিক যোগাদিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর মন্তব্য, এই কঠিন সময়ে মানুষ নানারকম বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে৷ তাই তারা যোগা ভুলে যেতে পারে বা এড়িয়েও যেতে পারে৷ “কিন্ত এর অন্যদিকে মানুষের যোগের প্রতি উৎসাহ ও ভালবাসা বেড়েছে৷ যখন অদৃশ্য ভাইরাস করোনা দাপিয়ে বেড়াচ্ছে সর্বত্র তখন বিশ্বের কোথাও যোগদিবস নিয়ে বিশেষ কিছু হচ্ছে না৷ এই দুঃসময়ে যোগাই আত্মবিশ্বাসের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে৷”
আমরা সবাই জন্য শারীরিক সুস্থতা নিয়ে উদ্বিগ্ন৷ তখন মোদি মানসিক সুস্থতার উপরে জোর দিয়েছেন, “যোগা এমকমাত্র মানসিক চাপকে শক্তিতে বলদে দেয়৷ নেতিবাচক মনোভাব থেকে সৃজনশীলতায় রুপান্তরিত করে৷ হতাশা কাটিয়ে আনন্দ আনে৷ আর আনন্দ থেকে প্রসাদ৷ সুখী জীবনের পথ দেখায় যোগা৷ জনমানসের স্বাস্থ্যসচেতনতা প্রকল্পে রোগপ্রতিরোধকারীর ভূমিকা পালন করে যোগা৷ এবার বিশ্বের কাছে আসছে M-Yoga App৷ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষে এই অ্যাপসের সাহায্যে য়োগা করতে পারেন৷ সর্বসাধারণের প্রযোজ্য যোগা সম্পর্কিত নির্দেশাবলী বিভিন্ন ভাষায় এই অ্যাপে উপলব্ধ থাকবে৷” আরও পড়ুন-International Yoga Day 2021: সোমবার সকাল সাড়ে ৬টায় যোগা দিবসে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদি, এবার থিম 'যোগা ফর ওয়েলনেস'
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের সঙ্গে ভারতও আন্তর্জাতিক যোগাদিবস উপলক্ষে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে৷ সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ ভার্চুয়ালি এই অনুষ্ঠান শুরু হয়েছে৷ ভালো থাকার জন্য যোগা, এই থিমকে সামনে রেখে বিশ্বের ১৯০টি দেশ আজ আন্তরাজ্তিক যোগদিবসে শামিল হয়েছে৷