Narendra Modi: মণিপুরকে স্বাভাবিক করার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, রাজ্যসভায় বললেন মোদী

রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে কেন্দ্র মণিপুরকে শান্ত এবং স্বাভাবিক করার প্রচেষ্টা শুরু করেছে। ফলে উত্তর-পূর্বের এই রাজ্যে যাতে ফের আগের মত অবস্থায় ফিরে আসে, সেই চেষ্টা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Narendra Modi (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ৩ জুলাই: মণিপুরের (Manipur) পরিস্থিতি যাতে স্বাভাবিক হয়ে যায় আবার, সেই চেষ্টা চালাচ্ছে সরকার। রাজ্যসভায় দাঁড়িয়ে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। গত বছর থেকে এখনও পর্যন্ত মণিপুরের ১১ হাজারের বেশি এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৫০০-র বেশি জনকে। এমনই জানান মোদী। শুধু তাই নয়, গত বছর উত্তর-পূর্বের রাজ্য মণিপুর যেভাবে উত্তপ্ত হয়ে ওঠে, তারপর থেকে সরকারের ক্রমাগত প্রচেষ্টায় বর্তমানে হিংসা অনেক কম ছড়াচ্ছে বলেও দাবি করেন নরেন্দ্র মোদী।

রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে কেন্দ্র মণিপুরকে শান্ত এবং স্বাভাবিক করার প্রচেষ্টা শুরু করেছে। ফলে উত্তর-পূর্বের এই রাজ্যে যাতে ফের আগের মত অবস্থায় ফিরে আসে, সেই চেষ্টা চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। স্কুল, কলেজ, অফিস যাতে প্রত্যেকটি সরকারি এবং বেসরকারি সংস্থা আগের মত করে চলতে পারে মণিপুরে, সরকার সেই প্রচেষ্টা শুরু করেছে বলেও জানান নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: Narendra Modi: 'হারের হ্যাটট্রিকেই কি কংগ্রেসের এই আনন্দ?' কটাক্ষের সুরে প্রশ্ন মোদীর

পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুরে থেকেছেন। সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করেছেন। শান্তি ফেরাতে সরকার সমস্ত ধরনের কাজ করছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যখন মণিপুরকে শান্ত করতে এক নাগাড়ে প্রচেষ্টা শুরু করেছে, সেই সময় ওই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির জন্য প্রায় ১০বার কংগ্রেস আবেদন করেছে বলেও রাহুল গান্ধীর দলের বিরুদ্ধে তোপ দাগেন মোদী।