Narendra Modi: 'দুর্নীতিগ্রস্থরা সব এক ছাদের নীচে', রাহুল ইস্যুতে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর

বিরোধীদের কটাক্ষ করে এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিজেপির দিল্লির সদর দফতরে হাজির হয়ে মোদী বলেন, গণতন্ত্র মেনে কাজ করছে কেন্দ্রীয় সরকার।

Narendra Modi (Photo Credit: Instagram)

দিল্লি, ২৯ মার্চ: লোকসভা থেকে রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজ হতেই বিরোধীরা প্রায় একযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের পর বিরোধীরা একযোগে প্রতিবাদ শুরু করেছেন। রাহুল গান্ধী ইস্যুতে বিরোধীরা কার্যত এক ছাদের নীচে হাজির হয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন। যার প্রেক্ষিতে এবার বিরোধীদের পালটা বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'দুর্নীতিগ্রস্তরা সবাই এক ছাদের নীচে হাজির হয়েছেন।' বিরোধীদের কটাক্ষ করে এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিজেপির দিল্লির (Delhi) সদর দফতরে হাজির হয়ে মোদী (Narendra Modi) বলেন, গণতন্ত্র মেনে কাজ করছে কেন্দ্রীয় সরকার। গণতন্ত্রের বাইরে গিয়ে কোনও কাজকরছে না কেন্দ্র। সেই কারণেই বিরোধীরা একজোট হয়ে কেন্দ্রের এই কর্মকাণ্ডকে দুঁষতে শুরু করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: Rahul Gandhi: 'ততদিন সোয়েটার পরব না, যতদিন...', আবেগপ্লুত রাহুল গান্ধী

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন নিজেদের কাজ করছে, সেই সময় তাদের বার বার আক্রমণ করা হচ্ছে। আদালতে যাওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে কেন্দ্রের কাজকে বন্ধ করতে বিরোধীরা তৎপর বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।