Dayanand Saraswati: দয়ানন্দ সরস্বতী জ্ঞান ও আধ্যাত্মিকতার আধার ছিলেন, আর্যসমাজের প্রতিষ্ঠাতার ২০০তম জন্মদিনে মন্তব্য মোদির

মহর্ষি দয়ানন্দ সরস্বতী জ্ঞান ও আধ্যাত্মিকতার আধার ছিলেন। তার আলোয় আলোকিত করেছিলেন সবাইকে। রবিবার আর্যসমাজের প্রতিষ্ঠাতার ২০০তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে এই মন্তব্যই করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দয়ানন্দ সরস্বতী ও নরেন্দ্র মোদি (Photo Credits: Wikipedia /PIB)

নয়াদিল্লি: মহর্ষি দয়ানন্দ সরস্বতী (Maharishi Dayanand Saraswati) জ্ঞান (Knowledge) ও আধ্যাত্মিকতার (Spirituality) আধার (Beacon) ছিলেন। তার আলোয় আলোকিত করেছিলেন সবাইকে। রবিবার আর্যসমাজের প্রতিষ্ঠাতার ২০০তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে এই মন্তব্যই করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian Prime Minister Narendra Modi)।

নয়াদিল্লির (New Delhi) ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে (Indra Gandhi Indoor Stadium) রবিবার দয়ানন্দ সরস্বতীর ২০০তম জন্মবার্ষিকীতে বছরব্যাপী অনুষ্ঠানের (Year-long Celebrations) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পুজো ও প্রার্থনার মধ্যে এর সূচনা করেন তিনি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী (Union Ministers) জি কিষান রেড্ডি (G Kishan Reddy), অর্জুন রাম মেঘাওয়াল (Arjun Ram Meghwal) এবং মীনাক্ষ্মী লেখিও (Meenakashi Lekhi)।

অনুষ্ঠানের সূচনার পর বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রী বলেন, "মহর্ষি দয়ানন্দ সরস্বতীজির ২০০তম জন্মবার্ষিকীতে তাঁকে নতমস্তকে প্রণাম জানাই। তিনি জ্ঞান ও আধ্যাত্মিকতার আধার ছিলেন। আজকে ২১ শতাব্দীতেও সারা বিশ্ব যখন নানা রকমের বিতর্কের মধ্যে যাচ্ছে। চারিদিকে হিংসা ও অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। তখন মহর্ষি দয়ানন্দ সরস্বতীজির দেখানো পথ কোটি কোটি মানুষের মনে আশার আলো জ্বালিয়ে রেখেছে। ভারতীয় সমাজের প্রতি তাঁর অবদান কোনও দিনই ভোলার নয়। আমাদের ঐতিহ্যের প্রতি গর্বের মনোভাব সারা বিশ্বের সামনে দেশের সম্মান বাড়িয়েছে।"