PM Narendra Modi: লোকসভা ভোট মিটতেই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী, দেখুন ভিডিয়ো

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর এই প্রথম মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করবেন নমো। রবিবার সকালে দিল্লির বিজেপি সদর দফতরে হাজির হয়েছে মোদীর কনভয়।

নয়াদিল্লিঃ নীতি আয়োগের (Niti Aayog) বৈঠকের পর আজ, ২৮ জুলাই দিল্লিতে বিজেপি (BJP) শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের (Chief Ministers) সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এই বৈঠকে যোগ দিচ্ছেন ১৩ জন মুখ্যমন্ত্রী ও ১৫ জন উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Ministers)। এ ছাড়া এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), বিজেপি সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024)  ফল প্রকাশের পর এই প্রথম মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করবেন নমো। রবিবার সকালে দিল্লির বিজেপি সদর দফতরে হাজির হয়েছে মোদীর কনভয়। গাড়ি থেকে নেমে বিজেপি ভবনে প্রবেশ করেছেন নমো। লোকসভা নির্বাচনের পর্যালোচনা, বিভিন্ন সরকারি প্রকল্পে কাজের অগ্রগতি, বিভিন্ন রাজ্যের পরিকাঠামো নিয়ে সরকারের ভাবনা  সহ একাধিক বিষয়ে আজ আলোচনা হিতে পারে বলে সূত্রের খবর।

বিজেপি সদর দফতরে হাজির মোদীর কনভয়

দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত

বৈঠকে যোগ দিচ্ছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ