Narendra Modi on Rajasthan CM: পুরনো বাজেট পেশ করার জন্য রাজস্থানের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ মোদির, দেখুন ভিডিয়ো

এপ্রসঙ্গে বলেন, "যে কোনও মানুষ ভুল করতে পারেন। কিন্তু, এই ঘটনা প্রমাণ করে এরাজ্যের মানুষের জন্য কংগ্রেসের কোনও ভিশনই নেই। প্রশ্ন এটা নয় যে কোন বাজেটটি পড়া হল। বিষয়টা হল পুরনো বাজেটটি পড়ার পরে সেটি বাক্সেই বন্দি করে রাখা হয়। বাস্তবে তার প্রয়োগই হয়নি।"

Photo Credits: ANI

দাউসা: রাজস্থানের বিধানসভায় (Rajasthan Assembly) ২০২৩-২৪ আর্থিক বর্ষের বাজেট (budget) পড়তে গিয়ে গত বছর অর্থাৎ ২০২২-২৩ আর্থিক বর্ষের বাজেট পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (CM Ashok Gehlot)। রবিবার রাজস্থানের দাউসাতে জনসভা করতে গিয়ে সেই বিষয়ে নিয়ে অশোক গেহলটকে তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।

এপ্রসঙ্গে বলেন, "যে কোনও মানুষ ভুল করতে পারেন। কিন্তু, এই ঘটনা প্রমাণ করে এরাজ্যের মানুষের জন্য কংগ্রেসের কোনও ভিশনই নেই। প্রশ্ন এটা নয় যে কোন বাজেটটি পড়া হল। বিষয়টা হল পুরনো বাজেটটি পড়ার পরে সেটি বাক্সেই বন্দি করে রাখা হয়। বাস্তবে তার প্রয়োগই হয়নি।"

এরপরই ৪০ বছরের একটি পুরনো ঘটনার কথা উত্থাপন করে মোদি বলেন, "আমি তখন সংঘের কাজ করতাম। দিনের শেষে বিভিন্ন কাজের পরে সংঘের কোনও কার্যকর্তার বাড়িতে খেতাম বা নিজেই বানিয়ে নিতাম। একদিন চারিদিকে কাজ মিটিয়ে আমি আমার থাকার জায়গায় ফিরে দেখি আমার এক সিনিয়র কার্যকর্তা ঘরে বসে আছেন। আমাকে দেখে তিনি প্রশ্ন করেন খাওয়ার কোনও ব্যবস্থা করেছি কিনা। আমি না বলায়। তিনি আমাকে তাঁর সঙ্গে এক বন্ধুর বিয়েতে নিমন্ত্রণ খেতে যাওয়ার প্রস্তাব দেন। আমি স্নান করে তাঁর সঙ্গে ওই বন্ধুর বাড়িতে যাই। কিন্তু, সেখানে যাওয়ার পর দেখতে পাই আমার সঙ্গীর বন্ধু পেশায় একজন দর্জি নিজের দোকান বসে কাজ করছেন। আমার বন্ধু তখন তাঁকে বলেন যে বিয়েতে নিমন্ত্রণে খেতে এসেছে। সেই কথা শুনে যেন আকাশ থেকে পড়েন ওই দর্জি বন্ধুটি। তিনি বলেন বিয়ে তো একবছর আগেই হয়ে গেছে। তখন আমার সঙ্গী পকেটে থাকা কার্ডটি বের করে দেখেন গত বছর ঠিক ওইদিনই বিয়ের তারিখ ছিল। তিনি ভুলো মনের মানুষ বলে এক বছর বাদে নিমন্ত্রণ খেতে গেছিলেন।"