IPL Auction 2025 Live

৩৭০ ধারা বিলোপে এখন “এক ভারত শ্রেষ্ঠ ভারত”, সর্দার বল্লভভাই প্যাটেলের স্বপ্ন পূরণ হয়েছে, স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দ্বিতীয় মোদি সরকার গঠনের পর প্রথম স্বাধীনতা দিবস। বিজেপির দেশজোড়া সাফল্যকে এইভাবেই উদযাপিত করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপকেই বিজেপি সরকারের প্রথম সাফল্য হিসেবে তুলে ধরলেন লালকেল্লার ভাষণে। জানিয়ে দিলেন এতদিনে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের ইচ্ছে এতদিনে পূর্ণ হল।

নরেন্দ্র মোদি(Photo Credit: ANI Twitter)

দিল্লি, ১৫ আগস্ট: দ্বিতীয় মোদি সরকার (2nd BJP Govt) গঠনের পর প্রথম স্বাধীনতা দিবস। বিজেপির দেশজোড়া সাফল্যকে এইভাবেই উদযাপিত করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Nrendra Modi)। কাশ্মীরের ৩৭০ ধারা  (Article 370)  বিলোপকেই বিজেপি সরকারের প্রথম সাফল্য হিসেবে তুলে ধরলেন লালকেল্লার ভাষণে। জানিয়ে দিলেন এতদিনে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) ইচ্ছে এতদিনে পূর্ণ হল। স্বাধীনতা দিবসের পুণ্যলগ্নে তিনি দেশবাসীকে ধন্যবাদ ও শুভেচ্ছা দিতে ভোলেননি। দিলেন রাখী বন্ধনের শুভেচ্ছাও। আরও পড়ুন-President Ram Nath Kovind's Address to Nation: ''জম্মু-কাশ্মীর, লাদাখ নিয়ে সরকারের নয়া সিদ্ধান্ত উপকৃত হবেন সেখানকার বাসিন্দারা''

শুরুতেই চলে গেলেন সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রসঙ্গে। তাঁর স্বপ্ন, “এক ভারত শ্রেষ্ঠ ভারতের স্বপ্ন পূরণ হয়েছে।”  ("Ek Bharat, Shreshtha Bharat")  কাশ্মীরের  (Jammu & Kashmir,) পতাকা এখন তেরঙ্গা। গোটা দেশে এখন একটাই জাতীয় পতাকা। এখন অখণ্ড ভারত। গোটা দেশে একটাই সংবিধান। দ্বিতীয় মোদি সরকার এত অল্প সময়েই সেই সফলতা দেখিয়েছে। এখন নতুন সরকারের আসার পর ১০ সপ্তাহও কাটেনি তার মধ্যেই তিন তালাক বিল পাশ হয়েছে। এবার আইন হবে। ইউএপিএ বিল পাস হয়ে গিয়েছে সংসদে। আনুষ্ঠানিভাবে ৩৭০- ধারার বিলোপও ঘটে গিয়েছে। যেসব তরুণ তাজা প্রাণ এই দেশকে ইংরেজের কবল থেকে মুক্ত করতে তাঁদের জীবন যৌবন বিলিয়ে স্বাধীনতার রাস্তা তৈরি করে দিয়েছেন আজকের এই পুণ্যদিনে তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। বলেন, তাঁদের দেখানো পথকে প্রশস্ত করতেই দেশের মানুষের সেবায় নিয়োযিত রয়েছে বিজেপি সরকার।

এখন পুরনো ধ্যানধারণা বদলে নতুন ভাবনাকে গ্রহণ করতে হবে। দেশে ভাল ডাক্তারের সংখ্যা কম, তাই তো ডাক্তারী শিক্ষায় জোয়াড় আনতে হবে। কৃষক ভাইদের জন্য অর্থ বরাদ্দর পাশাপাশি ভাল বীজ সরবরাহের ব্যবস্থা করতে হবে। তারজন্য প্রশিক্ষণ প্রয়োজন সেসবেরও ব্যবস্থা হয়েছে। তাঁর “বেটি বাঁচাও বেটি পড়াও” প্রকল্প যে কাজে লাগছে তাতে তিনি বেশ খুশি। এই সুযোগে গত পাঁচ বছরের বিজেপি সরকারের গুণগান করতে ছাড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।