Diwali 2021 Wishes: দীপাবলিতে দেশবাসীর সুখ সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলেন প্রধানমন্ত্রী

দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা (Diwali 2021 Wishes) জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra )। এই দিওয়ালিতে দেশবাসীর জীবন সুখে আনন্দে, খুশিতে ভরে উঠুক, আগামী উজ্জ্বল হোক।

PM Modi (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৪ নভেম্বর: দীপাবলি উপলক্ষে  দেশবাসীকে শুভেচ্ছা  (Diwali 2021 Wishes) জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra )। এই দিওয়ালিতে দেশবাসীর জীবন সুখে আনন্দে, খুশিতে ভরে উঠুক, আগামী উজ্জ্বল হোক। এককথায় দেশবাসীর, "সুখ সমৃদ্ধি ও সুন্দর ভবিষ্যতের শুভেচ্ছা" জানালেন প্রধানমন্ত্রী। দীপালিকার আলো যেন দেশবাসীর জীবনকে আলোকিত করে তোলে, এমনটাই চাইলেন নরেন্দ্র মোদি। হিন্দু লুনার ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসের ১৫ তারিখে দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়। মনে করা হয়, ১৪ বছর বনবাসে কাটানোর পর  দুষ্টু রাবনকে পরাস্ত করে এই দিনটিতে ভগবান রামচন্দ্র অযোধ্যায় ফিরে আসেন। এই বছরে আজ বৃহস্পতিবার দেশজুড়ে আলোর উৎসব দীপাবলি উদযাপিত হয়। আরও পড়ুন-Yogi Adityanath in Ayodhya: অযোধ্যর রামমন্দিরে পুজো দিলেন যোগী আদিত্যনাথ (দেখুন ছবি)

দেখুন শুভেচ্ছা টুইট

এই দিনে মানুষ নিজের বাড়ি আলোয় আলোকিত করে রাখে।  অন্ধকারকে হারিয়ে আলোর প্রতিষ্ঠা করাই দীপাবলির অন্যতম মূল বৈশিষ্ট। অন্ধকারকে সরিয়ে যেন কালো শক্তিকে সরিয়ে আলোর প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শুভ নিয়ে আসার দিনই হল দীপাবলি।



@endif