Kiren Rijiju: অরুণাচলে কিরণ রিজিজুর নাচ, তড়িঘড়ি ট্যুইট প্রধানমন্ত্রী মোদীর
কিরণ রিজিজুর নাচ দেখে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় আইনমন্ত্রী একজন ভাল নৃত্যশিল্পী৷ অরুণাচল প্রদেশের ঐতিহ্য, সংস্কৃতিকে কেন্দ্রীয় মন্ত্রী তুলে ধরেছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷
দিল্লি, ৩০ সেপ্টেম্বর: অরুণাচল প্রদেশের (Arunachan Pradesh) কাজালাংয়ে গিয়ে নাচলেন কিরণ রিজিজু (Kiren Rijiju)৷ শার্ট, ট্রাউজার, স্নিকার পরে কেন্দ্রীয় মন্ত্রী কাজালাংয়ে গিয়ে যখন নাচতে শুরু করেন, সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় হু হু করে৷
কাজালাংয়ে গিয়ে সাজোলাং প্রজাতির নাচ দেখে কিরণ রিজিজু যখন তাঁদের সঙ্গে নাচতে শুরু করেন, তার আশপাশে পুলিশকে দেখা যায়৷ অনুষ্ঠানের মাঝে কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তায় যাতে কোনও ঘাটতি না পড়ে, তা নিশ্চিত করতেই ওই এলকাায় নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়৷
আরও পড়ুন: COVID 19: টিকা নিয়েও করোনায় আক্রান্ত ২৭ জন ডাক্তারি পড়ুয়া, চাঞ্চল্য মুম্বইতে
দেখুন রিজিজুর নাচের ভিডিয়ো...
এদিকে কিরণ রিজিজুর নাচ দেখে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)৷ প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় আইনমন্ত্রী একজন ভাল নৃত্যশিল্পী৷ অরুণাচল প্রদেশের ঐতিহ্য, সংস্কৃতিকে কেন্দ্রীয় মন্ত্রী তুলে ধরেছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী৷
দেখুন প্রধানমন্ত্রী মোদীর ট্যুইট...
কিরণ রিজিজুর নাচের ভিডিয়ো দেখে নেট জনতার (Netizens) একাংশ তাঁর প্রশংসা শুরু করেন৷