Mann Ki Baat: 'দুর্নীতি উইপোকার মতো দেশকে ফাঁপা করে দেয়, তাড়াতাড়ি পরিত্রাণ পেতে হবে', নতুন বছরের প্রথম 'মন কি বাতে' বললেন প্রধানমন্ত্রী

নতুন বছরের প্রথম মন কি বাতে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি মন-কি-বাতের ৮৫ তম এবং ২০২২ সালের প্রথম পর্ব। এবার মন-কি-বাত বেলা ১১টার বদলে শুরু হয়েছে সাড়ে ১১টায়।

Prime Minister Narendra Modi (Photo: ANI)

নতুন দিল্লি, ৩০ জানুয়ারি: নতুন বছরের প্রথম মন কি বাতে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি মন-কি-বাতের ৮৫ তম এবং ২০২২ সালের প্রথম পর্ব। এবার মন-কি-বাত বেলা ১১টার বদলে শুরু হয় সাড়ে ১১টায়।

প্রধানমন্ত্রীর বক্তব্য: