পর্যটন এখন সস্তা হবে: প্রধানমন্ত্রী মোদী

একদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতিতে মাথায় হাত বহু ভারতীয়, প্রবাসী ভারতীয়দের। অন্যদিকে, জিএসটি সংস্কার। দেশজুড়ে চলা নানা সমস্যার মাঝে আজ, রবিবার বিকেল ৫টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

21 Sept, 22:47 (IST)
পর্যটন এখন সস্তা হবে। মানুষ মনের আনন্দে ঘুরতে পারবে। বেশিরভাগ হোটেলেই এখন GST কম করা হয়েছে। দেশবাসীর উদ্দেশ্যে দাবি প্রধানমন্ত্রী মোদীর
21 Sept, 22:41 (IST)
আগে অনেক আলাদা আলাদা কর দিতে হত। আমরা সবার সঙ্গে আলোচনা করে GST চালু করার পর থেকে 'এক দেশ, এক কর'-এর স্বপ্ন সফল করেছি। দাবি প্রধানমন্ত্রী মোদীর।
21 Sept, 22:37 (IST)
জিএসটি সংস্কারের ঢালাও প্রশংসা করে জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু মোদীর
21 Sept, 22:34 (IST)
দেশজুড়ে GST সাশ্রয়ী উৎসব, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
21 Sept, 22:33 (IST)
কাল থেকে নবরাত্রি, দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Modi Address the Nation Live Updates: একদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতিতে মাথায় হাত বহু ভারতীয়, প্রবাসী ভারতীয়দের। অন্যদিকে, জিএসটি সংস্কার। দেশজুড়ে চলা নানা সমস্যার মাঝে আজ, রবিবার বিকেল ৫টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নোট বন্দি, করোনা লকডাউন, কৃষি আইন প্রত্য়াহারের মত চাঞ্চল্যকর ঘোষণার পর থেকে প্রধানমন্ত্রী মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ মানেই দেশবাসীর মধ্যে একটা চাঞ্চল্য, আগ্রহ দেখা যায়। প্রধানমন্ত্রী মোদী এবার তাঁর জাতির উদ্দেশ্যে ভাষণে কী বলেন সেটাই দেখার।

আগামিকাল অর্থাৎ সোমবার থেকেই কার্যকর হতে চলেছে বহু প্রতীক্ষিত জিএসটি সংস্কার। তার আগের দিনই এই ভাষণকে ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছিল তীব্র কৌতূহল। মোদীর ভাষণ এমন সময়ে হচ্ছে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি ও এইচ১বি ভিসার আবেদন ফি বাড়ানোর কারণে ভারতের অর্থনীতি চাপে রয়েছে। বিশেষ করে ভারতীয় তথ্য-প্রযুক্তি বা আইটি পেশাজীবীদের জন্য ভিসার ফি ১ লক্ষ মার্কিন ডলার হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। এই পরিস্থিতিতে মোদীর বক্তব্যে ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশল সম্পর্কে স্পষ্ট বার্তা আসবে বলেই আশা ছিল।

সোমবার থেকে কার্যকর হওয়া জিএসটি সংস্কারে করহার হ্রাসের মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে, যা ভোগ বৃদ্ধি ও ব্যবসায়িক চাপ কমাতে সহায়ক হবে। ট্রাম্প প্রশাসনের শুল্ক চাপ মোকাবিলার বিষয়ে কী কৌশল নেওয়া হবে, সেটিও ছিল এই ভাষণের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। এর আগে চাবাহার বন্দর প্রকল্প নিয়ে ইরানের উপর থেকে ছাড় প্রত্যাহারের সিদ্ধান্তে ভারত চাপে পড়েছিল। সেই প্রেক্ষিতেও মোদীর বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

দেশবাসীর কাছে আশ্বাস এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের অর্থনৈতিক স্থিতিশীলতার বার্তা দেওয়া—এই দুই দিকই ছিল মোদীর বক্তব্যের মূল উদ্দেশ্য। নবরাত্রি, দুর্গাপুজো উৎসবের মরসুমে এই ভাষণ আসা নিছক কাকতালীয় নয়; উৎসবের আবহে নাগরিকদের আস্থা জাগাতেই এই সময় বেছে নেওয়া হয়েছে। অতীতে নোটবন্দি হোক বা কৃষি আইন মোদীর ভাষণ দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। এবারের ভাষণও তার ব্যতিক্রম নয়। প্রধানমন্ত্রীর ভাষণটি ডিডি নিউজ সহ সরাসরি সম্প্রচারিত হচ্ছে নানা বেসরাকারী নিউজ চ্যানেলও ডিজিটাল প্ল্যাটফর্মে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement