PM Modi's Mother Heeraben Passes Away: প্রয়াত হলেন হীরাবেন, মাকে হারিয়ে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী জানালেন সেই খবর
গত কয়েকদিন অসুস্থ থাকার পর শুক্রবার ভোর সাড়ে ৩ টে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।নিজেই ট্যুইট করে এই খবর জানান প্রধানমন্ত্রী।
গত কয়েকদিন অসুস্থ থাকার পর শুক্রবার ভোর সাড়ে ৩ টে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।নিজেই ট্যুইট করে এই খবর জানান প্রধানমন্ত্রী।বয়সজনিত অসুস্থতার কারণে শতায়ু হীরাবেনকে (Heeraben Modi) ভর্তি করাতে হয়েছিল আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালের কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টার হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না। গান্ধীনগরে প্রধানমন্ত্রীর ভাই পঙ্কজ মোদির বাড়িতে আনা হয়েছে হীরাবেনের মরদেহ। সেখানেই সেক্টর ৩০-এ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ইতিমধ্যেই দিল্লি থেকে আমেদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মা-কে নিয়ে রীতিমতো আবেগপ্রবণ ছিলেন প্রধানমন্ত্রী। অতীতে বিভিন্ন অনুষ্ঠানে মা-কে নিয়ে কিছু বলতে গেলেই চোখে জল আসত তাঁর। মাকে হারিয়ে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী। একটি ট্যুইটে তিনি লেখেন,
একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে বিশ্রাম নিল। তিনি আরও লেখেন, ' মায়ের মধ্যে আমি সর্বদা ত্রিমূর্তিকে অনুভব করেছি, যাঁর মধ্যে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন। '
কলকাতায় প্রধানমন্ত্রীর এদিন বেশ কিছু কর্মসূচি ছিল। সেগুলিতে আপাতত উপস্থিত থাকতে পারছেন না প্রধানমন্ত্রী। সম্ভবত ভিডিও কনফারেন্সের মাধ্যমেও উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী। তবে এখনও এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।