PM Modi in Manipur: হিংসা ক্ষত মণিপুরে পা রাখলেন মোদী, বুকে বেদনা নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছে ইম্ফল

2023 সালের মে মাসে হিংসা শুরুর পর এই মণিপুরের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিজোরাম সফর সেরে শনিবার সকালে ইম্ফলে বিমাবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। ইম্ফল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যের রাজ্যপাল অজয় কুমার ভল্লা এবং প্রধান সচিব পুনীত কুমার গোয়েল।

PM Modi. (Photo Credits:X)

PM Modi in Manipur: 2023 সালের মে মাসে হিংসা শুরুর পর এই মণিপুরের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মিজোরাম সফর সেরে শনিবার সকালে ইম্ফলে বিমাবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। বৃষ্টির মধ্যে ইম্ফল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যের রাজ্যপাল অজয় কুমার ভল্লা এবং প্রধান সচিব পুনীত কুমার গোয়েল। গত কয়েক মাস ধরে বিরোধীরা বারবার দাবি তুলে, স্থানীয়রা আবেদন জানালেও মণিপুর সফর এড়িয়ে গিয়েছেন মোদী। তাতে নিয়ে বিরোধীরা তাঁকে বারবার কটাক্ষ করে। অবশেষে ঘণ্টা তিনেকের সফরে রাষ্ট্রপতি শাসন জারি থাকা মণিপুরে গেলেন প্রধানমন্ত্রী। ২০২২ সালের মে মাসে শেষবার মণিপুরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। এরপর ২০২৩ সালের মে থেকে হিংসা, দাঙ্গা, মৃত্যু, কান্নায় ভেসে গিয়েছে মণিপুর। বিজেপিতে শাসিত এই রাজ্যে মুখ্যমন্ত্রী এ বীরেন সিং পদত্যাগ করেছেন। কিন্তু এরপরেও কখনও সেখানে যাননি মোদী।

রাষ্ট্রপতি শাসন জারির পরেও মণিপুরে এখনও হিংসা চলছে

মণিপুরের চুরাচাঁদপুর ও ইম্ফলে তিনি হিংসায় ক্ষতিগ্রস সঙ্গে কথা বলবেন এবং দুটি জনসভায় বক্তব্য রাখবেন। চুরাচাঁদপুরে প্রধানমন্ত্রী ৭,৩০০ কোটির একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অন্যদিকে, ইম্ফলে ১,২০০ কোটির বেশি মূল্যের একাধিক প্রকল্প উদ্বোধন করবেন মোদী।  কুকি ও মেইতেই সম্প্রদায়ের সংঘর্ষে মণিপুরে এখনও পর্যন্ত ২৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, হাজার হাজার মানুষ গৃহহীন। এই পরিস্থিতিতেই মোদীর মণিপুর সফরের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

মণিপুরে গেলেন প্রধানমন্ত্রী মোদী

প্রশাসনিক নির্দেশিকা

প্রধানমন্ত্রী মোদীর মণিপুর সফরের আগে রাজ্য প্রশাসন বিজ্ঞপ্তি জারি করেছে। পিস গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলা প্রধানমন্ত্রীর সভায় "ভিভিআইপি প্রোগ্রাম"-এ উপস্থিত দর্শকদের কী, কলম, ব্যাগ, রুমাল, ছাতা, দেশলাই, লাইটার, ধারালো জিনিস বা অস্ত্রশস্ত্র না আনতে নির্দেশ দেওয়া হয়েছে। শিশু (১২ বছরের কম) এবং অসুস্থ ব্যক্তিদেরও ভেন্যুতে না আসার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি চুরাচাঁদপুর জেলায় এয়ারগান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

চুরাচাঁদপুর ও ইম্ফলে কর্মসূচি

চুরাচাঁদপুর ও ইম্ফলে তিনি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের সঙ্গে কথা বলবেন এবং দুটি জনসভায় বক্তব্য রাখবেন। চুরাচাঁদপুরে প্রধানমন্ত্রী ₹৭,৩০০ কোটির একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অন্যদিকে, ইম্ফলে ₹১,২০০ কোটির বেশি মূল্যের একাধিক প্রকল্প উদ্বোধন করবেন তিনি।

এগুলির মধ্যে রয়েছে:

ইম্ফলের মান্ত্রিপুখরিতে ১০১ কোটি টাকা খরচে তৈরি নতুন পুলিশ সদর দপ্তর।

৫৩৮ কোটি টাকার নতুন সিভিল সেক্রেটারিয়েট।

নিকাশী ও সম্পদ ম্যানেজমেন্ট উন্নয়ন প্রকল্প (৩,৬৪৭ কোটি)

মণিপুর ইনফোটেক ডেভেলপমেন্ট (MIND) প্রকল্প (৫৫০ কোটি)

রাষ্ট্রপতি শাসনের মধ্যেই সফর

মণিপুর বর্তমানে রাষ্ট্রপতি শাসনের অধীনে রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের পরই এই ব্যবস্থা চালু হয়।

বিরোধীদের প্রতিক্রিয়া

কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স-এ লিখেছেন, "এবার সরকারিভাবে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মণিপুরে ৩ ঘণ্টারও কম সময় থাকবেন। এই সফর শান্তি ও সম্প্রীতির বদলে আসলে এক প্রহসন।" রাজ্য কংগ্রেস সভাপতি কেশম মেঘচন্দ্র অভিযোগ করেছেন, মোদির সফর কেবল প্রতীকী, এর মাধ্যমে শান্তি বা ন্যায়বিচার আনা সম্ভব নয়। তবে মণিপুরের একমাত্র রাজ্যসভা সাংসদ লেইশেম্বা সানাজাওবা এই সফরকে “রাজ্যবাসীর জন্য অত্যন্ত সৌভাগ্যজনক” বলে বর্ণনা করেছেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement