PM Modi: 'ভারতের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া দেখছে বিশ্ব', ভিডিয়োতে শুনুন নরেন্দ্র মোদির বক্তব্য
শনিবার সন্ধ্যায় একটি লিডারশিপ সামিটে যোগ দিয়ে ভারতের অগ্রগতি ও তার পেছনে এনডিএ সরকারের ভূমিকার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি নাম না করে কটাক্ষ করলেন কংগ্রেসকে।
নয়াদিল্লি: শনিবার সন্ধ্যায় একটি লিডারশিপ সামিটে যোগ দিয়ে ভারতের অগ্রগতি ও তার পেছনে এনডিএ সরকারের ভূমিকার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। পাশাপাশি নাম না করে কটাক্ষ করলেন কংগ্রেসকে (Congress)।
দেশের অগ্রগতির কথা বলতে গিয়ে মোদি বলেন, "ভারত (India) যে উজ্জ্বল ভবিষ্যতের (better future) পথে এগিয়ে চলেছে তা সম্পর্কে একটা বার্তা দেওয়া গেছে বিশ্বকে। এখন যখন আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে তখন সম্মেলনের থিম হল 'বিয়ন্ড ব্যারিয়ারস' (Beyond Barriers)। ২০২৪ সালের নির্বাচনের ফলাফল বাধা অতিক্রম করবে। ভারত প্রতিটি বাধা অতিক্রম করে চাঁদের (moon) পৃষ্ঠের সেই অংশে অবতরণ করছে যেখানে কেউ পৌঁছায়নি। মোবাইল তৈরিতে (mobile manufacturing) ভারত এগিয়ে রয়েছে। স্টার্ট আপে (start-up) সারা বিশ্বে তিন নম্বরে রয়েছে ভারত।"
বিশ্বব্যাপী তৈরি হওয়া যুদ্ধ পরিবেশ ও হিংসা সম্পর্কে তিনি বলেন, "আগে সন্ত্রাসবাদী হামলার (terror attacks) পর ভারত বিশ্বের কাছে সাহায্যের (help) জন্য আবেদন করত। এখন হামলার পেছনে থাকা দেশগুলো নিজেদের বাঁচাতে বিশ্বের কাছে আবেদন করছে।"
নাম না করে গান্ধী পরিবার ও কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, "রাজবংশীয় শাসন (Dynastic rule) এবং স্বজনপ্রীতি (nepotism) ভারতের উন্নয়নে আসল বাধা। গত কয়েক বছরে আমাদের দেশ কিছু বাধা থেকে বেরিয়ে এসেছে। আমরা দেখিয়েছি যে ভালো অর্থনীতি (Good economics) এবং ভালো রাজনীতি (Good politics) একসঙ্গে থাকতে পারে।"