IPL Auction 2025 Live

PM Modi On Tourism: পর্যটন আরও আকর্ষণীয় করতে দেশের ৫০টি জায়গাকে নিয়ে কাজ শুরু করেছে সরকার, জানালেন মোদি

পর্যটন শিল্পে আরও জোর দিতে চাইছে ভারত। আর তাই দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের কাছে ভারতের ৫০টি পর্যটনস্থলকে আরও আকর্ষণীয় করে তুলতে চাইছে। উন্নয়ন করছে সেই সমস্ত এলাকার।

Photo Credit: ANI/Twitter

নয়াদিল্লি: পর্যটন শিল্পে (Tourism Industry) আরও জোর দিতে চাইছে ভারত (India)। আর তাই দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের (Tourists) কাছে ভারতের ৫০টি পর্যটনস্থলকে (Tourism destinations) আরও আকর্ষণীয় করে তুলতে চাইছে। উন্নয়ন (development) করছে সেই সমস্ত এলাকার।

শুক্রবার নিজের সরকারের দেশজুড়ে উন্নয়ন করার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেওয়ার সময়ে একথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। ৫০টি স্থানের উন্নয়েনর জন্য সদ্য প্রকাশিত কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2023) অর্থ বরাদ্দের কথাও উল্লেখ করেন। পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের (North East India) উন্নয়নের জন্য যে তিনি পর্যটনকেই মূল হাতিয়ার করতে চাইছেন তাও স্পষ্ট করে দিয়েছেন।

অসমের (Assam) বরপেটার (Barpeta) কৃষ্ণগুরু সেবাশ্রমে (Krishnaguru Sevashram) বিশ্ব শান্তির (World Peace) জন্য আয়োজিত কৃষ্ণগুরু একনাম অখণ্ড কীর্তন (Krishnaguru Eknaam Akhanda Kirtan) অনুষ্ঠানে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, "আমি গর্বিত এই কথা বলতে পেরে যে ভারতীয় সংস্কৃতির জ্ঞান, পরিষেবা ও মনুষ্যত প্রচারে কৃষ্ণগুরুজী যে কাজ শুরু করেছিলেন তা আরও শক্তিশালী হয়েছে। কৃষ্ণগুরুজী একমাসব্যাপী অখণ্ড নামজপের প্রথা চালু করেছিলেন ও বিশ্ব শান্তির জন্য প্রতি ১২ বছর অন্তর একনাম অখণ্ড কীর্তন অনুষ্ঠানের সূচনা করেছিলেন। আমাদের দেশে বহু প্রাচীনকাল থেকে ১২ বছর অন্তর এই ধরনের অনুষ্ঠান আয়োজনের রীতি চলে আসছে।"