PM Modi On BJP's Foundation Day: হনুমানের মতোই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার শপথ নিয়েছে বিজেপি, ভিডিয়োতে দেখুন প্রতিষ্ঠা দিবসে আর কী বললেন মোদি

হনুমানের মতোই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার শপথ নিয়েছে বিজেপি। বৃহস্পতিবার বিজেপির ৪৪তম প্রতিষ্ঠা দিবসে নয়াদিল্লিতে পার্টির নেতা-কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এই দাবিই করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Photo Credits: Twitter@narendramodi

নয়াদিল্লি: হনুমানের (Hanuman) মতোই দুর্নীতির (corruption) বিরুদ্ধে লড়াই (fight) করার শপথ নিয়েছে বিজেপি (BJP)। বৃহস্পতিবার বিজেপির ৪৪তম প্রতিষ্ঠা দিবসে নয়াদিল্লিতে পার্টির নেতা-কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এই দাবিই করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের (Lok Shaba Election 2024)আগে দলের প্রচারের (campaign) সুর বেঁধে দিতে এনডিএ সরকারের শাসনকালে তাঁর সরকার কী কী সাফল্য অর্জন করেছে সেই বিষয়টি বৃহস্পতিবার উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এপ্রসঙ্গে বলেন, "বিরোধী রাজনৈতিক দলগুলি (Opposition parties) শুধুমাত্র সামাজিক ন্যায় বিচারের (social justice) কথা বলে, কিন্তু বিজেপি প্রত্যেক ভারতীয়কে সাহায্য করার সংকল্প নিয়েছে। বিশ্বের সবথেকে বড় রাজনৈতিক দল (world's biggest political party) হওয়া সত্ত্বেও আমরা আত্ম-অহংকারে ভুগি না। মানুষ এখন থেকেই বলতে শুরু করে দিয়েছে যে ২০২৪ সালে বিজেপিকে কেউ হারাতে পারতে পারবে না। এটা সত্যি, কিন্তু, বিজেপি কর্মী হিসেবে আমাদের দেশের প্রতিটি নাগরিকের মন জয় করতে হবে।"

বিরোধীদের আক্রমণ করে নরেন্দ্র মোদি বলেন, "বিরোধীরা মরিয়া হয়ে পড়েছে। এই কারণে ওরা স্লোগান দিচ্ছে, মোদি তোর খবর খোঁড়া হবে (Modi, Your Grave Will Be Dug)। সম্প্রতি তাদের এক নেতার নামে পুলিশি মামলা হওয়ার কারণে এই স্লোগান তুলছে তারা। আসলে এই ধরনের মানুষদের মধ্যে একটা বাদশাহী (baadshahi) মনোভাব গড়ে উঠেছে। যারা মানুষকে বিশেষ করে গরিব ও অসহায়দের ক্রীতদাস (slaves) বানিয়ে রাখতে চায়। কিন্তু, বিজেপি হনুমানের মতো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা দেশ থেকে স্বজনপোষণ ও অন্যান্য বিভিন্ন দুর্নীতিকে দূর করব যে হিন্দুদের ভগবান হনুমান তাঁর ভক্তি, শক্তি ও সাহসকে কাজে লাগিয়ে ছিলেন সত্যের জয়ের জন্য।"

দেখুন ভিডিয়ো:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now