Modi Has 6 Crore Followers On Twitter: টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফলোয়ার সংখ্যা ছুঁল ৬ কোটি
টুইটারে ফলোয়ারের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন মোদি। সোশাল মিডিয়ায় মোদি বেশ জনপ্রিয়। গুরুত্বপূর্ণ তথ্য জনগণের সঙ্গে শেয়ার করার জন্য তিনি টুইটার ব্যাপকভাবে ব্যবহার করেন।
নতুন দিল্লি, ১৯ জুলাই: মাইক্রোব্লগিং সাইট টুইটারে (Twitter) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) ফলোয়ার সংখ্যা ছুঁল ৬ কোটি। টুইটারে ফলোয়ার সংখ্যায় অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আরও কাছাকাছি পৌঁছে গেলেন তিনি। প্রসঙ্গত. টুইটারে ফলোয়ারের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন মোদি। সোশাল মিডিয়ায় মোদি বেশ জনপ্রিয়। গুরুত্বপূর্ণ তথ্য জনগণের সঙ্গে শেয়ার করার জন্য তিনি টুইটার ব্যাপকভাবে ব্যবহার করেন।
প্রধানমন্ত্রীর বেশিরভাগ ভাষণ তাঁর ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলে সরাসরি প্রচারিত হয়। ২০০৯ সালের জানুয়ারিতে টুইটারে যোগ দেন মোদি। ২০১০ সালে তাঁর ফলোয়ারের সংখ্যা ছিল ১ লাখ। ২০১১ সালের নভেম্বর মাসে সংখ্যাটা পৌঁছে যায় ৪ লাখে। ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এই সংখ্যাটা অনেক গুন বেড়ে যায়। গত বছরের সেপ্টেম্বরে মোদির (Narendra Modi) ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছিল ৫ কোটি। গত দশ মাসে ফলোয়ার সংখ্যা আরও এক কোটি বেড়েছে। রবিবার সংখ্যা ৬০ মিলিয়ন ছাড়িয়ে গেল। অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টুইটার হ্যান্ডেলের ফলোয়ার রয়েছে ৩.৭ কোটি। ইনস্টাগ্রামে নরেন্দ্র মোদির সাড়ে চার কোটিরও বেশি ফলোয়ার রয়েছে। আরও পড়ুন: Air Force Commanders Meet: লাদাখে কি মোতায়েন করা হবে রাফাল যুদ্ধবিমান? বৈঠকে বসছে বায়ুসেনার কমান্ডাররা
কংগ্রেস নেতা রাহুল গান্ধি ২০১৫ সালের এপ্রিলে টুইটারে যোগ দিয়েছিলেন। তাঁর দেড় কোটি ফলোয়ার রয়েছে। রাহুল ২৬৭ জনকে ফলে করেন। অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটারে ৮.৩ কোটিরও বেশি ফলোয়ার রয়েছে। তিনি মাত্র ৪৬ জনকে ফলো করেন।