PM Modi Meet Joe Biden: দুই রাষ্ট্রপ্রধানের করমর্দনের ছবিতে স্পষ্ট সম্পর্কে দৃঢ়তার আভাস! দিল্লিতে এসে সোজা মোদির সঙ্গে সাক্ষাৎ জো বাইডেনের

ভক্তরা বলেন বর্তমান ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী দামোদর দাস মোদি ভারতে ক্রমশ বিশ্বগুরু হওয়ার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।

Photo Credits: ANI

নয়াদিল্লি: ভক্তরা বলেন, বর্তমান ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী দামোদর দাস মোদি (Prime Minister Narendra Modi) ভারতে ক্রমশ বিশ্বগুরু হওয়ার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিরোধীরা এই মন্তব্যটি নিয়ে কটাক্ষ করলেও। বিশ্বব্যাপী মোদি যে নেতা হিসেবে বাকিদের কাছে যথেষ্ট গুরুত্ব পান। শুক্রবার রাতে তার প্রমাণ ফের মিলল!

জি ২০ সামিট (G-20 Summit) আমেরিকা থেকে দিল্লিতে নেমেই সোজা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে লোক কল্যাণ মার্গে (Lok Kalyan Marg in Delhi) গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। দু-জনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও হয়। ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে নানা সম্ভাবনা ও দিক নিয়ে আলোচনা করেন তাঁরা।