PM Modi Meditation End: ৪৫ ঘণ্টার ধ্যান শেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, বেড়িয়ে এলেন রক মেমোরিয়াল থেকে (দেখুন সেই ভিডিও)

গত ৩০ মে প্রচারের সময়সীমা শেষ হতেই প্রথমে তিরুবনন্তপুরম পৌঁছে যান মোদী। সেখান থেকে এমআই-১৭ হেলিকপ্টারে কন্যাকুমারী যান প্রধানমন্ত্রী। কন্যাকুমারীর সমুদ্র সৈকত থেকে সূর্যাস্ত প্রত্যক্ষ করে সন্ধ্যায় ধ্যানে বসেন তিনি

Modi Dhyan End Photo Credit: Twitter@ANI

২০১৪ সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের শিবাজির প্রতাপগড় দুর্গে। ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথ।  ২০২৪ লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঁছে নিয়েছিলেন কন্যাকুমারীকার 'বিবেকানন্দ রক' কে।  প্রচার পর্ব শেষে সাময়িক রাজনৈতিক বিরতি নিয়ে আধ্যাত্মিক শান্তিলাভে তাঁর গন্তব্যস্থল ছিল ভারতের দক্ষিণ প্রান্তের সর্বশেষ স্থলভাগ কন্যাকুমারীতে। গত ৩০ মে প্রচারের সময়সীমা শেষ হতেই প্রথমে তিরুবনন্তপুরম পৌঁছে যান মোদী। সেখান থেকে এমআই-১৭ হেলিকপ্টারে কন্যাকুমারী যান প্রধানমন্ত্রী। কন্যাকুমারীর সমুদ্র সৈকত থেকে সূর্যাস্ত প্রত্যক্ষ করে সন্ধ্যায় ধ্যানে (  45-hour-long ‘dhyan’) বসেন তিনি।অবশেষে শেষ হল তাঁর দুদিনের ধ্যান পর্ব। ধ্যান মণ্ডপম থেকে বেড়িয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  তাঁর পরনে ছিল সাদা ধুতি, পাঞ্জাবী এবং সাদা চাদর। দক্ষিণ ভারতীয় কায়দায় লুঙ্গির মতো করে সেই সাদা ধুতি পরেছিলেন তিনি। ধ্যানমণ্ডপম থেকে বেড়িয়ে একটি লঞ্চে চড়ে তিনি পৌঁছে যান স্মৃতি সৌধের কাছে। সেখানে মালা দিয়ে তাঁর শ্রদ্ধার্ঘ অর্পন করেন তিনি। দেখুন সেই ছবি-