PM Modi : ছত্তিশগড়ে ২৭ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রীর
ছত্তিশগড়ে বাস্তার থেকে ২৭ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বিকশিত ভারতের স্বপ্ন তখনই সফল হবে যখন প্রত্যেক রাজ্য, প্রত্যেক জেলা এবং প্রত্যেক গ্রাম উন্নতি করবে। ছত্তিশগড়ের বিভিন্ন প্রকল্পমূলক কাজে উদ্বোধনের মাধ্যমে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ছত্তিশগড়ে ২৭ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবং ছত্তিশগড়ের মানুষকেও এই বিষয়ে শুভেচ্ছা জানান তিনি। এছাড়া উন্নত ভারত তৈরির ক্ষেত্রে শারীরিক, সামাজিক এবং বৈদ্যুতিন মাধ্যমের ক্ষেত্রেও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। এই কারণের জন্য উপকরণের ক্ষেত্রে বিগত ৯ বছরে খরচের পরিমান ১০ লক্ষ কোটি টাকা করা হয়েছে বলে জানান তিনি।নতুন এই প্রজেক্টের মাধ্যমে ছত্তিশগড়ে যে কর্মসংস্থানও হবে তার কথাও জানান তিনি।
বছর শেষে যে স্থানগুলিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে তার মধ্যে অন্যতম ছত্তিশগড়। ২০১৮ সালে আসা কংগ্রেস সরকারকে সরানোর ক্ষেত্রে উঠেপড়ে লেগেছে বিজেপি।