India-China Face-Off: লাদাখে ভারত-চিন সংঘর্ষ, পরিস্থিতি জানাতে শুক্রবার সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারত-চিন সীমান্তবর্তী অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদল বৈঠক ডাকলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯ জুন বিকেল ৫টায় এই বৈঠক হবে। জানানো হয়েছে প্রধানমন্ত্রীর অফিসের তরফে। বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতিরা এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন।
নতুন দিল্লি, ১৭ জুন: ভারত-চিন সীমান্তবর্তী অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদল বৈঠক (All-Party Meeting) ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi )। ১৯ জুন বিকেল ৫টায় এই বৈঠক হবে। জানানো হয়েছে প্রধানমন্ত্রীর অফিসের তরফে। বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতিরা এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন।
লাদাখের (Ladakh) গালওয়ানে শহিদ ২০ জন ভারতীয় জওয়ানের প্রতি শ্রদ্ধা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। এক টুইটবার্তায় প্রতিরক্ষা মন্ত্রী বাহিনীর সাহসিকতা ও ত্যাগের প্রশংসা করে বলেন, "দেশ তাঁদের পরিবারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে। গালওয়ানে আমাদের সেনাদের হারানো গভীর উদ্বেগজনক ও বেদনাদায়ক। আমাদের সেনারা দায়িত্ব পালনে অনুকরণীয় সাহস ও বীরত্ব প্রদর্শন করেছেন এবং সর্বোচ্চ বলিদান দিয়েছেন।" আরও পড়ুন: Rajnath Singh Speaks on India-China Face-Off: শহিদ সেনাদের সাহস ও ত্যাগ কখনই ভুলতে পারবে না দেশ: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
রাজনাথ সিং লেখেন, "দেশ তাঁদের সাহস ও ত্যাগকে কখনই ভুলতে পারবে না। আমার হৃদয় সেনাদের পরিবারগুলির প্রতি রয়েছে। এই কঠিন সময়ে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে দেশ। আমরা ভারতের সাহসী বাহিনীর সাহসিকতার জন্য গর্বিত।