Narendra Modi: মেলোনির দেশে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! বৈঠক হতে পারে বাইডেনের সাথে

বৃহস্পতিবার গভীর রাতে ইটালিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামী ১৫ জুন পর্যন্ত ইটালির আপুলিয়া প্রদেশে চলবে জি৭ বৈঠক। যদিও ভারত ৫০ তম জি৭ বৈঠকের সদস্য ছিল না। কিন্তু আউটরিট কান্ট্রি হিসেবে ইটালির তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ এই নিয়ে  এগারোতমবার জি৭ বৈঠকে যোগ দিতে চলেছে ভারত। সেই সঙ্গে তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটাই প্রথম বিদেশ সফর প্রধানমন্ত্রী মোদীর। ফলে এই বৈঠকে বাকি দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক কোনদিকে গড়ায়, এখন সেটাই দেখার।

সেই সঙ্গে এই বৈঠকে কৃত্তিম বুদ্ধিমত্তা, আফ্রিকা, শক্তি, ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলি নিয়েও বৈঠক হবে। এবারে জি৭ বৈঠকে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, জার্মানি, জাপানের মতো দেশ যোগ দিয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের সামিটে ভারতের সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারে আমেরিকা। ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, আমরা ইটালির আপুলিয়া প্রদেশের ব্রিন্দিশি বিমানবন্দরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছি। এবারের জি৭-এর মূল বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর ইচ্ছা রয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে আলাদা করে আলোচনা করার। ফলে শুক্রবার সারাদিন প্রধানমন্ত্রী মোদী চুড়ান্ত ব্যস্ত থাকবেন।

প্রসঙ্গত, এই জি৭ বৈঠকে অনান্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা থাকলেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলাদা করে আলোচনায় নাও বসতে পারেন প্রধানমন্ত্রী মোদী। যগিও এই নিয়ে দুই দেশের পক্ষ থেকে নিশ্চিতভাবে কিছুই বলা হয়নি। তবে খালিস্তানিদের সমর্থনেরও কারণেই কানাডার সঙ্গে দুরত্ব সৃষ্টি করছে ভারত. এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।