PM Modi Addresses the Nation: প্রধানমন্ত্রী মোদীর ২০ মিনিটের ভাষণে জিএসটির ঢালাও প্রশংসা, ভারতীয় পণ্য ব্যবহারের অনুরোধ, ট্রাম্পের ভিসা নীতি নিয়ে বললেন না কিছুই

যতটা চমক দেশবাসীরা ভেবেছিলেন, তেমন কিছুই হল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০ মিনিটের ভাষণ চমকহীন, কোনও নতুন ঘোষণা থাকল না। ডোনাল্ড ট্রাম্পের নয়া ভিসা নীতিতে বহু দেশবাসীর আতঙ্ক নিয়েও কোনও কথা বললেন না প্রধানমন্ত্রী মোদী। বদলে জিএসটি সংস্কার ও দেশীয় পণ্য ব্যবহারের কথা বলেই ২০ মিনিটের সংক্ষিপ্ত ভাষণ শেষ করলেন মোদী।

PM Narendra Modi. (Photo Credits:X)

PM Modi Addresses the Nation: যতটা চমক দেশবাসীরা ভেবেছিলেন, তেমন কিছুই হল না। অন্তত বিরোধীদের দাবি এমনই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০ মিনিটের ভাষণ 'চমকহীন', কোনও নতুন ঘোষণা থাকল না। ডোনাল্ড ট্রাম্পের নয়া ভিসা নীতিতে বহু দেশবাসীর আতঙ্ক নিয়েও কোনও কথা বললেন না প্রধানমন্ত্রী মোদী। বদলে জিএসটি সংস্কার ও দেশীয় পণ্য ব্যবহারের কথা বলেই ২০ মিনিটের সংক্ষিপ্ত ভাষণ শেষ করলেন মোদী। এদিন সকাল ১১টা নাগাদ ঘোষণা করা হয়েছিল, আজ বিকেল ৫টা থেকে প্রধানমন্ত্রী মোদী জাতির উদ্দেশ্য়ে ভাষণ দেবেন। তখন থেকেই অনেকেই জল্পনা শুরু করেছিলেন, এবার বোধহয় নোটবন্দি, বা আরও বড় কিছু ঘোষণা হতে পারে। অনেকে ভেবেছিলেন, ট্রাম্পের ভিসানীতির কড় সমালোচনা করে দেশের আইটি সেক্টরের জন্য বড় কিছু ঘোষণা করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী। কিন্তু তেমন কিছুই হল না। প্রধানমন্ত্রী মোদী দাবি করেন, আয়কর ছাড়ের সীমা বাড়ানো ও জিএসটি সংস্কারের সিদ্ধান্তের ফলে মানুষ বছরে ২.৫ লক্ষ কোটি টাকা সাশ্রয় করতে পারবেন।

মূলত কোন দুটি বিষয়ের কথা বললেন প্রধানমন্ত্রী মোদী

আজ, রবিবার বিকেল ৫টা থেকে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে মূলত দুটি বিষয় থাকল। দুটি বিষয়ই আগেই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এবং এই দুটি বিষয় নিয়েই সরকারের পক্ষ থেকে বড় প্রচার হয়েছে। আগামিকাল, সোমবার থেকে জিএসটি সংস্কার কার্যকর হচ্ছে। সেই জিএসটি সংস্কার নিয়েই প্রধানমন্ত্রী মোদী 'সাশ্রয় উতসব'-এর ঘোষণা করলেন। দাবি করলেন পর্যটন থেকে শুরু করে সব জিনিস একেবারে সস্তা হয়ে যাবে, দেশবাসীকে দারুণ উপভোগ করবে। নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু ও শেষ করলেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী মোদী দাবি করলেন, এদিন রাত ১২টা থেকে জিএসটি সংস্কারের ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমবে, মধ্যবিত্তের কর ছাড়ে বড় স্বস্তি পাবে। পাশাপাশি তিনি দেশীয় উৎপাদন বাড়ানো ও দেশীয় পণ্য ব্যবহারের অনুরোধ দেশবাসীর কাছে করেন।

প্রধানমন্ত্রী মোদীর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণের গুরুত্বপূর্ণ দিকগুলো:

১) দেশীয় পণ্য কেনার আহ্বান:

“আমরা সবাই গর্ব করে বলব, দেশীয় পণ্য কিনি, দেশীয় পণ্য বিক্রি করি,” বললেন মোদী।

২) নতুন জিএসটি স্ল্যাব:

এখন থেকে মাত্র ৫% ও ১৮% হারে কর ধার্য হবে। খাবার, ওষুধ, সাবান, টুথপেস্ট, স্বাস্থ্য ও জীবনবিমা—এসব পণ্য ও পরিষেবার উপর কর মুকুব বা সর্বোচ্চ ৫% কর দিতে হবে। আগে ১২% স্ল্যাবে থাকা প্রায় ৯৯% পণ্য এখন ৫% করের আওতায় এসেছে।

৩) নিত্যপ্রয়োজনীয় জিনিস হবে সস্তা:

ওষুধ, বিমা ও প্রতিদিনের ব্যবহার্য জিনিসপত্রের দাম কমবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

৪) মধ্যবিত্তের জন্য কর ছাড়:

প্রধানমন্ত্রী মোদী দাবি করেন, আয়কর ছাড়ের সীমা বাড়ানো ও জিএসটি সংস্কারের সিদ্ধান্তের ফলে মানুষ বছরে ২.৫ লক্ষ কোটি টাকা সাশ্রয় করতে পারবেন। ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর সম্পূর্ণ মুকুবের ঘোষণা। ফলে মধ্যবিত্তের জীবনযাত্রা সহজ হবে, আর দরিদ্র ও নবমধ্যবিত্তও দ্বিগুণ সুবিধা পাবেন।

দেখুন কী বললেন প্রধানমন্ত্রী মোদী

৫) অর্থনীতির চিত্র বদলাবে:

মোদী দাবি করেন, জিএসটি সংস্কারের ফলে বছরে প্রায় ২.৫ লক্ষ কোটি টাকা সাশ্রয় হবে। কৃষক, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (MSME) থেকে সাধারণ ভোক্তা—সকলেরই উপকার হবে।

৬) ‘জিএসটি সাশ্রয়ী উৎসব':

প্রধানমন্ত্রী মোদী বলেন, "একভাবে বলতে গেলে আগামীকাল থেকেই সারা দেশে শুরু হচ্ছে ‘জিএসটি বাঁচত উৎসব’। উৎসবের মরশুমে সবার জন্যই এটি হবে মিষ্টি খবর।"

৭) ২০১৪ সালের অভিজ্ঞতা টেনে আনা:

ভাষণে তিনি স্মরণ করিয়ে দেন, কীভাবে একসময় বেঙ্গালুরু থেকে হায়দরাবাদে (৫৭০ কিমি দূরত্ব) পণ্য পাঠানোর থেকে ইউরোপ হয়ে আসা সহজ মনে হত। নতুন কর কাঠামো সেই সমস্যার সমাধান করবে বলেই আশা প্রকাশ করেন তিনি।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement