Mumbai Boat Capsized: মুম্বইয়ে মাঝ সমুদ্রে নৌকাডুবি, নিহতদের পরিবারের পাশে মোদী, ঘোষণা হল ক্ষতিপূরণ
গতকাল বিকেল থেকেই উদ্ধার অভিযান শুরু করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ড। পাশাপাশি র উদ্ধার কাজে যুক্ত রয়েছে চারটি হেলিকপ্টার।
নয়াদিল্লিঃ বুধ দুপুরে মুম্বইয়ে(Mumbai) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। মাঝ সমুদ্রে নৌকাডুবি(Boat Capsized)। মৃত ১৩। মৃতদের মধ্যে ৩ জন সেনাকর্তা রয়েছেন। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১০১ জনকে। এখনও নিখোঁজ একাধিক যাত্রী। এ বার এই ঘটনায় নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতরা পাবেন ৫০ হাজার টাকা। এ দিন এক্স হ্যান্ডেলে উদ্বেগ প্রকাশ করে মোদী লেখেন,"মুম্বইয়ের নৌকাডুবির ঘটনা অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য তৎপর সংশ্লিষ্ট দফতর।" এরপরই প্রধানমন্ত্রীর দফতর থেকে আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়। পিএমও ইন্ডিয়ার তরফে বলে হয়, "প্রধানমন্ত্রী তহবিল থেকে ২ লক্ষ টাকা নিহতদের পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী। আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে ৫০ হাজার টাকা।" প্রসঙ্গত, এ দিন গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে জনপ্রিয় পর্যটন স্থল এলিফ্যান্টা দ্বীপের দিকে যাচ্ছিল 'নীলকমল' নামের একটি ফেরি। একটি ছোট নৌকা দ্রুতগতিতে এসে ওই ফেরিটির সঙ্গে ধাক্কা খায়। এরপরই ডুবে যায় ফেরিটি। গতকাল বিকেল থেকেই উদ্ধার অভিযান শুরু করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ড। পাশাপাশি র উদ্ধার কাজে যুক্ত রয়েছে চারটি হেলিকপ্টার।