Remdesivir Injections Price Cut: কেন্দ্রীয় হস্তক্ষেপে কমল রেমডেসিভির ইনজেকশনের দাম
কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের পরে রেমডেসিভির ইনজেকশনের (Remdesivir injections) দাম কমল। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (National Pharmaceutical Pricing Authority) বলেছে, সাশ্রয়ী মূল্যে এই ইনজেকশনের প্রতুলতা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে। তারপরই রেমডেসিভি ইনজেকশনের দাম কমানোর কথা জানিয়েছে বড় ওষুধ কম্পানিগুলি। ক্যাডিলা হেলথ কেয়ারের রেমড্যাকের এখন দাম পড়বে ৮৯৯ টাকা। আগে ছিল ২ হাজার ৮০০ টাকা।
নতুন দিল্লি, ১৮ এপ্রিল: কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের পরে রেমডেসিভির ইনজেকশনের (Remdesivir injections) দাম কমল। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (National Pharmaceutical Pricing Authority) বলেছে, সাশ্রয়ী মূল্যে এই ইনজেকশনের প্রতুলতা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে। তারপরই রেমডেসিভি ইনজেকশনের দাম কমানোর কথা জানিয়েছে বড় ওষুধ কম্পানিগুলি। ক্যাডিলা হেলথ কেয়ারের রেমড্যাকের এখন দাম পড়বে ৮৯৯ টাকা। আগে ছিল ২ হাজার ৮০০ টাকা।
সিঞ্জিন ইন্টারন্যাশনালের রিমউইনের দাম এখন ৩ হাজার ৯৫০ টাকার পরিবর্তে ২ হাজার ৪৫০ টাকা হবে। ডক্টর রেড্ডির রেডিক্সের দাম ৫ হাজার ৪০০ টাকার পরিবর্তে হবে ২ হাজার ৭০০ টাকা। সিপলার সিপ্রেমি কিনতে ৪ হাজার টাকার পরিবর্তে ৩ হাজার টাকা লাগবে এখন থেকে। মাইলান ফার্মাসিউটিক্যালসের ডেসরেম কিনতে লাগবে ৩ হাজার ৪০০ টাকা। আগে লাগত ৪ হাজার ৪০০ টাকা। জুবিল্যান্ট জেনেরিকের জুবি-আর এখন পাওয়া যাবে ৪ হাজার ৭০০ টাকার পরিবর্তে ৩ হাজার ৪০০ টাকাতে। হেটারো হেলথ কেয়ারের কোভিফর পাওয়া যাবে ৫ হাজার ৪০০ টাকার পরিবর্তে ৩ হাজার ৪৯০ টাকায়। আরও পড়ুন: Coronavirus Cases in West Bengal: রাজ্যে আছড়ে পড়ল করোনা ঢেউ, একদিনে আক্রান্ত ৭,৭১৩
রেমডেসিভির করোনা চিকিৎসায় বেশ কার্যকরী। বিশেষত বয়স্ক এবং যাদের কোমর্বিডিটি রয়েছে তাদের জন্য। দেশে করোনা সংক্রমণ গত কয়েকদিনে রেকর্ড সংখ্যায় বেড়েছে। আর এই সুযোগে গোটা দেশে রেমডেসিভিরের ব্যাপক কালোবাজারি শুরু হয়েছে। মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্যগুলিতে রেমডেসিভিরের যোগান কার্যত নেই বললেই চলে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)