Petrol-Diesel Prices Today: দাম বেড়েই চলেছে পেট্রল ও ডিজেলের, জানুন কলকাতায় দর কত
দাম বেড়েই চলেছে পেট্রল ও ডিজেলের। দিল্লিতে আজ পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে লিটার প্রতি ৩৫ পয়সা করে বেড়েছে। রাজধানীতে লিটার প্রতি পেট্রলের নতুন দাম হয়েছে ১০৫ টাকা ৪৯ পয়সা। আর ডিজেলের দাম ৯৩ টাকা ২২ পয়সা।
নতুন দিল্লি, ১৬ অক্টোবর: দাম বেড়েই চলেছে পেট্রল ও ডিজেলের। দিল্লিতে আজ পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে লিটার প্রতি ৩৫ পয়সা করে বেড়েছে। রাজধানীতে লিটার প্রতি পেট্রলের নতুন দাম হয়েছে ১০৫ টাকা ৪৯ পয়সা। আর ডিজেলের দাম ৯৩ টাকা ২২ পয়সা।
মুম্বইয়ে লিটার প্রতি পেট্রলের নতুন দাম ১১১ টাকা ৪৩ পয়সা। ডিজেলের দাম ১০২ টাকা ১৫ পয়সা। কলকাতায় লিটার প্রতি পেট্রল কিনতে গেলে দিতে হবে ১০৬ টাকা ১১ পয়সা। ডিজেলের জন্য দিতে হবে ৯৭ টাকা ৩৩ পয়সা। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের নতুন দাম ১০২ টাকা ৭০ পয়সা ও ৯৮ টাকা ৫৯ পয়সা। বেঙ্গালুরুতে লিটার প্রতি পেট্রলের দাম ১০৯ টাকা ১৬ পয়সা, ডিজেলের দাম ১০০ টাকা। হায়দরাবাদে এক লিটার পেট্রল কিনতে দিতে হবে ১০৯ টাকা ৭৩ পয়সা, ডিজেলের জন্য দিতে হবে ১০২ টাকা ৮০ পয়সা।
দেশের বেশিরভাগ স্থানে পেট্রলের দাম ইতিমধ্যেই ১০০ টাকা ছাড়িয়েছে। ডিজেলও একই পথে হেঁটেছে কয়েকটি রাজ্যে। ডিজেলের দাম মধ্যপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গনা, গুজরাত, মহারাষ্ট্র, ছত্তিশগড়, বিহার সহ কমপক্ষে ১২টি রাজ্যে ১০০ টাকা ছাড়িয়েছে।