Petrol-Diesel Prices Today: গত ছয় দিনে পাঁচবার বাড়ল পেট্রল ও ডিজেলের দাম, জানুন কোথায় কত দাম

রবিবারও বাড়ল পেট্রল ও ডিজেলের দাম (Petrol-Diesel Prices)। দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে ৫০ পয়সা এবং ডিজেলে প্রতি লিটারে ৫৫ পয়সা বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহে জ্বালানির দাম দেশজুড়ে প্রায় ৪ টাকা বেড়েছে। দিল্লিতে লিটার এক লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ১১ পয়সা। যেখানে ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৮৭ পয়সা থেকে বেড়ে ৯০ টাকা ৪২ পয়সা হয়েছে।

Petrol-Diesel Price (Representational Image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ২৭ মার্চ: রবিবারও বাড়ল পেট্রল ও ডিজেলের দাম (Petrol-Diesel Prices)। দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে ৫০ পয়সা এবং ডিজেলে প্রতি লিটারে ৫৫ পয়সা বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহে জ্বালানির দাম দেশজুড়ে প্রায় ৪ টাকা বেড়েছে। দিল্লিতে লিটার এক লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ১১ পয়সা। যেখানে ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৮৭ পয়সা  থেকে বেড়ে ৯০ টাকা ৪২ পয়সা হয়েছে।

স্থানীয় করের উপর নির্ভর করে রাজ্যভেদে জ্বালানির দাম পরিবর্তিত হয়। মুম্বইয়ে লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ৫৩ পয়সা ও ৫৮ পয়সা। মুম্বইয়ে এখন লিটার প্রতি পেট্রল ও ডিজেলের নতুন দাম হয়েছে যথাক্রমে ১১৩ টাকা ৮৮ পয়সা ও ৯৮ টাকা ১৩ পয়সা। আরও পড়ুন: Earth Hour 2022: ইন্ডিয়া গেট,রাষ্ট্রপতি ভবন থেকে হাওড়া ব্রিজ- আলো নিভিয়ে আর্থ আওয়ার পালন

চেন্নাইয়ে পেট্রল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে যথাক্রমে ১০৪ টাকা ৯০ পয়সা ও ৯৫ টাকা। কলকাতায় এক লিটার পেট্রল কিনতে গুনতে হবে ১০৮ টাকা ৫৩ পয়সা, ডিজেলের জন্য দিতে হবে ৯৩ টাকা ৫৭ পয়সা।